রতলম জেলায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। কোথা কী ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। তার পর চাষের জমি পরিদর্শনেও যান। কতটা কী ক্ষতি হয়েছে তা দেখার জন্য। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উপচে পড়ে ভিড়। তাঁর পিছু পিছু গ্রামবাসীরা ভিড় বাড়াতে থাকেন।
ভিড় নিয়ন্ত্রণ করতে দেখা যায় কিছু পুলিশকর্মীকে। কিন্তু লোকসংখ্যা এত বেশি ছিল যে সেই ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। আর এই পরিস্থিতি দেখে মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী। তিনি জিজ্ঞাসা করেন, ‘‘এসপি কোথায়?’’ মুখ্যমন্ত্রীর কথা শুনেই এগিয়ে আসেন রতলমের পুলিশ সুপার অমিত কুমার। তাঁকে সকলের সামনেই ধমক দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমিই কি সব ব্যবস্থা করব?’’
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়ে শশব্যস্ত হয়ে পুলিশ সুপার মাথা নাড়িয়ে বলেন, ‘‘স্যর, আমি ব্যবস্থা করছি।’’ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা কেন করা হয়নি তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর রোষের মুখে পড়েই ভিড় নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েন পুলিশ সুপার এবং তাঁর দল। ভিড় সরিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় বিরোধীরা প্রশ্ন তুলেছেন। কংগ্রেস নেতা জিতু পটোয়ারি কটাক্ষ করে বলেছেন, ‘‘মিস্টার মুখ্যমন্ত্রী, মনে হচ্ছে ছবি তোলানোর জন্য, খবরের শিরোনামে আসার জন্যই আপনি এই ধরনের কাজ করেন। কিন্তু কৃষকদের যা ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে সেগুলি পর্যবেক্ষণের প্রয়োজন আছে। ক্ষতিপূরণের প্রয়োজন। তাই সে দিকেই আপনার নজর দেওয়া উচিত।’’
যদিও মুখ্যমন্ত্রীর এই কাজকে সমর্থন করেছেন অনেকেই। তাঁদের মতে, এক জন মুখ্যমন্ত্রী যেখানে পরিদর্শনে যাচ্ছেন, তাঁর জন্য কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে না? এই ঘটনা নিয়ে রাজ্য-রাজনীতিকে তর্ক, পাল্টা তর্ক শুরু হয়েছে।