সেট টপ বক্স রিচার্জ করার নাম করে বাড়িতে ঢুকে ৩৮ বছরের মহিলা দন্ত চিকিৎসককে খুন করল এক দুষ্কৃতী। এই ঘটনার জেরে ফের দূষ্কৃতীরাজের কারণে শিরোনামে উঠে এল উত্তরপ্রদেশ।
শুক্রবার আগ্রায় এই ঘটনা ঘটেছে। চিকিৎসক নিশা সিঙ্ঘলের বাড়িতে এদিন সেট টপ বক্স রিচার্জ করার নাম করে ঢুকে পড়ে ওই দূষ্কৃতী। তার পর ছুরি নিয়ে হামলা চালায়। গলা কেটে খুন করা হয় চিকিৎসককে। তখন পাশের ঘরেই রয়েছে নিশার দুই সন্তান। একজনের বয়স ৪ বছর, অন্যজনের ৮। তাদের উপরেও চড়াও হয় হামলাকারী। কিন্তু দুই শিশুই প্রাণে বেঁচে গিয়েছে।
নিশার স্বামী অজয় সিঙ্ঘলও পেশায় একজন চিকিৎসক। তিনি সেই সমযে হাসপাতালের ডিউটিতে ছিলেন। ঘটনার খবর পেয়েই দ্রুত বাড়িতে ফেরেন তিনি। স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই নিশার মৃত্যু হয়। পুলিশ ঘটনার দ্রুত তদন্ত শুরু করে।