আত্মহত্যা করেছেন মালিক। সারা রাত তাঁর দেহ আগলে ঠায় বসে রইল পোষ্য! শেষযাত্রাতেও শববাহী গাড়ির পিছু পিছু চার কিলোমিটার পথ হাঁটল সে। সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরীর ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পোষ্যের আনুগত্য দেখে চোখ ভিজেছে আট থেকে আশির।
সোমবার ভোরে শিবপুরী জেলার এক গ্রামে জগদীশ প্রজাপতি (৪০)-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সারা রাত ধরে জগদীশের মরদেহের পাশে ঠায় বসেছিল তাঁর পোষ্য কুকুরটি। সকালে দেহটি ময়নাতদন্তে পাঠানোর আগে পর্যন্তও কুকুরটিকে সেখান থেকে নড়ানো যায়নি। পর দিন সকালে দেহটি যখন ময়নাতদন্তের জন্য কারেরায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও প্রায় চার কিলোমিটার পথ শববাহী গাড়ির পিছন পিছন দৌড়ে চলে কুকুরটি। এমন দৃশ্য দেখে অবাক হয়ে যান গ্রামবাসীরা। শেষে মৃতের পরিবার কুকুরটিকে গাড়িতে তুলে নেয়। ময়নাতদন্ত-সহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ না-হওয়া পর্যন্ত ‘বন্ধু’র পাশেই নীরবে অপেক্ষা করতে দেখা যায় তাকে।
আরও পড়ুন:
মৃতদেহ দাহ না করা পর্যন্ত কুকুরটিকে জল কিংবা খাবার, কিছুই খাওয়ানো যায়নি। পোষ্যের ভালবাসার এ হেন গভীরতা দেখে চোখ ভিজেছে অভিজ্ঞ পুলিশকর্মীদেরও। স্থানীয় থানার স্টেশন ইনচার্জ কুকুরটির আনুগত্যের প্রশংসা করে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন, যা ইতিমধ্যেই ‘ভাইরাল’ হয়ে গিয়েছে। তবে জগদীশ কেন আত্মহত্যা করেছিলেন, তা এখনও জানা যায়নি। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।