Advertisement
E-Paper

৩০০ আসন জিতলেই খেয়াল খুশি মতো চলা যায় না, মন্তব্য ওয়েইসির

সম্প্রতি হায়দরাবাদ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এই নিয়ে পর পর চার বার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ১৪:৪৫
শুক্রবার হায়দরাবাদে আসাদউদ্দিন ওয়েইসি। —নিজস্ব চিত্র।

শুক্রবার হায়দরাবাদে আসাদউদ্দিন ওয়েইসি। —নিজস্ব চিত্র।

বিপুল ভোটে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। তাই বলে সংখ্যালঘুদের দুশ্চিন্তার কোনও কারণ নেই, মত অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসির। তাঁর কথায়, ‘‘ভারতীয় সংবিধানে সকলকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। তাই দ্বিতীয় বারের জন্য বিজেপি ক্ষমতায় ফিরলেও দুশ্চিন্তার কারণ নেই।’’

সম্প্রতি হায়দরাবাদ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এই নিয়ে পর পর চার বার। রমজানের শেষ শুক্রবার পুরনো হায়দরাবাদে মক্কা মসজিদে ভাষণ দিচ্ছিলেন ওয়াইসি। সেখানেই ওয়েইসি বলেন, ‘‘মোদী যদি মন্দির দর্শনে যান, আমরা মসজিদে যেতে পারি। মোদী গুহায় গিয়ে ধ্যান করতে পারলে, মসজিদে প্রার্থনা করতে পারি আমরা। ৩০০ আসন জেতা তেমন আহামরি কিছু নয়। কারণ ভারতের একটা সংবিধান রয়েছে। তাই বিজেপির ৩০০ আসন আমাদের অধিকার কেড়ে নিতে পারবে না।’’

মুসলিমরাও ভারতের নাগরিক, তাই তাঁদের সঙ্গে ভাড়াটের মতো ব্যবহার করা চলবে না বলে হুঁশিয়ারি দেন ওয়াইসি। তিনি বলেন, ‘‘ভারতের আইন, সংবিধান আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে। এ দেশের সমৃদ্ধি-ই আমাদের লক্ষ্য। মুসলিমরা কোনও ভাড়াটে নয়, বরং এ দেশের সমান অংশীদার। তাই ৩০০ আসন জিতে কেউ নিজের খেয়াল খুশি মতো চলবে, তা কখনও হতে পারে না। সংবিধান প্রদত্ত অধিকার কেউ কেড়ে নিতে পারবে না আমাদের কাছ থেকে।’’

আরও পড়ুন: স্বরাষ্ট্রে শাহই ‘চাপ’ মমতার​

আরও পড়ুন: শপথের দিনে মোদীকে হুঁশিয়ারি আমেরিকার!​

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ৩০৩টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। যার ফলে এনডিএ জোটের আসন সংখ্যা ৩৫৩-য় পৌঁছে গিয়েছে। তুলনায় কংগ্রেস মোটে ৫২টি আসনে জিততে পেরেছে। তাদের নিয়ে ইউপিএ জোটের মোট আসনসংখ্যা ৯১-এ গিয়ে ঠেকেছে। অন্য দিকে এমআইএম পেয়েছে দু’টি আসন।

Asaduddin Owaisi MIM Narendra Modi BJP Hyderabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy