মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অক্টোবরেই সাক্ষাৎ হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? সকলের নজর মালয়েশিয়ায় আয়োজিত হতে চলা ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের দিকে। আসিয়ান এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্রগোষ্ঠী হলেও সম্মেলনে ট্রাম্পের যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে ভারত বা আমেরিকা— কোনও দেশের তরফেই এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে আসিয়ান শীর্ষ সম্মেলন নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই আমেরিকার সঙ্গে ‘দূরত্ব’ তৈরি হয় ভারতের। মোদী এবং তাঁর সরকার বার বার মার্কিন নীতির নিন্দা করেছে। কী ভাবে ট্রাম্পের শুল্কনীতির মোকাবিলা করা যায়, সেই বিকল্প পথের কথাও বলা হয়েছে। শুধু শুল্ক চাপিয়েই থেমে থাকেননি ট্রাম্প। বার বার আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছেন। তার মধ্যে মোদীর চিন সফর, ভারত-আমেরিকার কূটনৈতিক সম্পর্কে ঘৃতাহুতি দেয়। যদিও সেই পরিস্থিতি এখন অনেকটা বদল হয়েছে। সুর নরম করেছেন ট্রাম্প। স্বাগত জানিয়েছেন মোদীও। দুই রাষ্ট্রপ্রধানের কথাও হয় ফোনে। তবে কবে আবার মোদী এবং ট্রাম্পের সাক্ষাৎ হবে, তা নিয়ে জল্পনা চলছিল।
আসিয়ান শীর্ষ সম্মেলনে ট্রাম্পের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তবে মোদী আদৌ ওই সম্মেলনে যোগ দেবেন, না কি ভারতের পক্ষ থেকে অন্য কাউকে পাঠানো হবে, তা এখনও নিশ্চিত নয়। যদিও অতীতে আসিয়ান সম্মেলনে মোদী নিজেই গিয়েছিলেন, তাই অনেকেরই ধারণা এ বারও তিনি যাবেন। সূত্রের খবর, মালয়েশিয়ায় মোদীর যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও হতে পারে ভারতের প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন:
সেপ্টেম্বরেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে মোদী-ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার কথা ছিল। কিন্তু দু’দেশের মধ্যে টানাপড়েনের সময়ই কেন্দ্রের তরফে জানানো হয়, রাষ্ট্রপুঞ্জের বৈঠকে যোগ দিতে আমেরিকা যাবেন না মোদী।