মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু’দিনের ভারত সফরে তাঁর সফরসঙ্গী স্ত্রী মেলানিয়া এবং কন্যা ইভাঙ্কাও। আজ আমদাবাদে বিমান নামার পরেই সকলে যখন ট্রাম্পকে দেখতে উৎসুক, তার আগেই বিমান থেকে নেমে এলেন ইভাঙ্কা। প্রোয়েনজ়া স্কোলার ব্র্যান্ডের সাদার উপরে ফুলের নকশা করা লাল মিডিতে সকলের নজর কাড়লেন ইভাঙ্কা। তবে ‘পুরনো পোশাকে ইভাঙ্কা’ এই নিয়েও শুরু হয় চর্চা। ১ লক্ষ ৭১ হাজার টাকা দামের এই পোশাকটিতে আগেও দেখা গিয়েছে ইভাঙ্কাকে।
গত বছর সেপ্টেম্বরে আর্জেন্টিনায় একই পোশাক পরেছিলেন ট্রাম্প-কন্যা। আজ ইভাঙ্কার কানে ছিল পান্না ও মুক্তোর দুল। চোখে কাজল। ঠোটে হালকা ব্রাউন লিপস্টিক আর নুড মেক আপে দ্যুতি ছড়িয়েছেন ইভাঙ্কা।
আরও পড়ুন: হিন্দি টুইটে ফার্স্ট লেডি ‘প্রথম মহিলা!’