করোনা পরিস্থিতির জন্য আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোনও বিদেশি রাষ্ট্রনেতা হাজির থাকবেন না। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘বিশ্বজুড়ে কোভিড-১৯ পরিস্থিতির কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান অথবা সরকারি প্রধান উপস্থিত থাকবেন না।’’
এর আগে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিসের দফতর থেকেই এ বিষয়ে বার্তা মিলেছিল। কিন্তু ব্রিটেনে করোনা ভাইরাসের নয়া স্ট্রেনের সংক্রমণ শুরু হওয়ার পরে পরিস্থিতির বদল ঘটে।