Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Durga Puja

বেঙ্গলি অ্যাসোসিয়েশন অ্যান্টপ হিল ওয়াডালা

বাংলার বাইরে বোধহয় দুর্গাপুজোকে আরও গভীর ভাবে উপলব্ধি করা যায়। সারা বছর প্রবাসে বাঙালিরা অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য। দুর্গাপুজোকে উপলক্ষ করে মানুষে মানুষে এই যে মিলনমেলা, তার মূল্য প্রবাস জীবনে অপরিসীম।

বেঙ্গলি অ্যাসোসিয়েশন অ্যান্টপ হিল ওয়াডালার পুজো এ বার ৩২ বছরে পা দেবে।

বেঙ্গলি অ্যাসোসিয়েশন অ্যান্টপ হিল ওয়াডালার পুজো এ বার ৩২ বছরে পা দেবে।

মুম্বই শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫০
Share: Save:

বাংলার বাইরে বোধহয় দুর্গাপুজোকে আরও গভীর ভাবে উপলব্ধি করা যায়। সারা বছর প্রবাসে বাঙালিরা অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য। দুর্গাপুজোকে উপলক্ষ করে মানুষে মানুষে এই যে মিলনমেলা, তার মূল্য প্রবাস জীবনে অপরিসীম।

আরও পড়ুন: পাল্কি চেপে মন্দিরে ময়না কাঠ

বেঙ্গলি অ্যাসোসিয়েশন অ্যান্টপ হিল ওয়াডালার পুজো এ বার ৩২ বছরে পা দেবে। প্রতি বছরের মতো এ বারও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আবাসনের সেক্টর ফোর-এর গ্রাউন্ডে এই পুজো হবে।

আরও পড়ুন: খেলা ছেড়ে মূর্তি গড়ে কিশোর রূপক

এই পুজো মোটেই বড় বাজেটের পুজো নয়। তবে এখানে রয়েছে অনেক আন্তরিকতা আর প্রাণের স্পন্দন। আশপাশের অনেক জায়গা থেকে মানুষ এই পুজোতে আসেন। সন্ধ্যায় প্রতি দিন পুজোর দিনগুলোতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে থাকবে ভোগের আয়োজন। নবমীর দিন সকালে গত দু’বছরের মতো এ বারেও কুমারী পুজো হবে। এ বারে এখানে সাবেকি সাজের একচালা প্রতিমা হবে। প্রতিমা গড়ছেন অমিত পাল। পুজোর সম্পাদক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সভাপতি অরুণবরণ সেনগুপ্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE