উল্টোরথে চাপা নিম্নচাপের মতিগতি দেখে প্রমাদ গুনছিল হাওয়া অফিস। বুধবার তাদের সঙ্গে এক প্রস্ত সতর্ক করে দিয়েছিল ডিভিসি-ও। টানা বৃষ্টিতে উজানি দামোদরে জল বাড়ায় পশ্চিমবঙ্গের কিছু জেলার সেচ দফতরকে বৃহস্পতিবার আবার সতর্ক করে দিয়েছেন ডিভিসি-র মাইথন বাঁধ কর্তৃপক্ষ। ডিভিসি বুধবার মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছেড়েছে। এ দিনও ৪০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে বলে রাজ্য সরকারকে জানিয়েছে তারা। মাইথন বাঁধের জনসংযোগ আধিকারিক বিজয় কুমার জানান, মাইথন ও পাঞ্চেত দু’টি বাঁধ থেকেই ২০ হাজার একর ফুট করে জল ছাড়া হচ্ছে। তাই বর্ধমান, হুগলি, হাওড়ার মতো যে-সব জেলার উপর দিয়ে দামোদর বয়ে গিয়েছে, সেখানকার সেচ দফতরের আধিকারিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির ফলে এখন মাইথনে ৪৫ হাজার একর ফুট করে জল ঢুকছে। পাঞ্চেত বাঁধে জল ঢুকছে ৩৫ হাজার একর ফুট করে। বিজয় জানান, এ ভাবে টানা বৃষ্টি চলতে থাকলে বাঁধের জলস্তর যে-কোনও সময় বিপদসীমা ছাড়াতে পারে। তাই আগাম সাবধানতা হিসেবে অল্প অল্প করে করে জল ছেড়ে রাখা হচ্ছে।