Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

হেরিটেজ সৌধ বদলে গেল মন্দিরে? তদন্তের নির্দেশ দিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী

বহু প্রাচীন ওই কবরস্থানটি রয়েছে সফদরজঙ এনক্লেভের হুমায়ুনপুর গ্রামে।

সেই ঐতিহ্যশালী সৌধ (বাঁ দিকে) ও মন্দির। দিল্লির সফদরজঙ এনক্লেভের হুমায়ুনপুর গ্রামে।- ফাইল চিত্র।

সেই ঐতিহ্যশালী সৌধ (বাঁ দিকে) ও মন্দির। দিল্লির সফদরজঙ এনক্লেভের হুমায়ুনপুর গ্রামে।- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ১৫:২৪
Share: Save:

একটি ঐতিহ্যশালী সৌধে (হেরিটেজ) মন্দির গড়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তার তদন্তের নির্দেশ দিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। রাজ্যের শিল্প, সংস্কৃতি ও ভাষা মন্ত্রকের সচিবকে আজ, শনিবারই সেই তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি।

বহু প্রাচীন ওই সৌধটি রয়েছে দিল্লির সফদরজঙ এনক্লেভের হুমায়ুনপুর গ্রামে।

গতকাল শিল্প সচিবকে দেওয়া নির্দেশে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘ওই সৌধটি ঐতিহ্যশালী (হেরিটেজ প্রপার্টি)। তার নিরাপত্তার দেখভাল করার দায়িত্ব রয়েছে রাজ্যের পুরাতত্ত্ব দফতরের। কেউ কোনও হেরিটেজ সম্পত্তির ক্ষতি করলে বা নষ্ট করলে, তা আইন ভাঙার পর্যায়ে পড়ে। তা গুরুতর অপরাধও। ফলে গোটা ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে হবে পুরাতত্ত্ব দফতরকেই।’’

সিসৌদিয়ার বক্তব্য, ওই ঘটনা যে শুধুই হেরিটেজ আইন ভেঙেছে, তা নয়; এলাকার শান্তি ও সম্প্রীতিও নষ্ট করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE