Advertisement
১৬ মে ২০২৪
National News

পরিবারতন্ত্র কংগ্রেসের সংস্কৃতি, ভারতের নয়, রাহুলকে খোঁচা অমিতের

রাহুল গাঁধীকে তীব্র কটাক্ষ করলেন অমিত শাহ। আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে ভারতে পরিবারতন্ত্রের পরম্পরা সংক্রান্ত যে মন্তব্য রাহুল গাঁধী করেছিলেন, তারই জবাব দিলেন অমিত।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলেতে গিয়ে যে মন্তব্য করেছিলেন রাহুল, সোমবার দিল্লির এক সভা থেকে তার জবাব দিয়েছেন অমিত শাহ। ছবি: পিটিআই।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলেতে গিয়ে যে মন্তব্য করেছিলেন রাহুল, সোমবার দিল্লির এক সভা থেকে তার জবাব দিয়েছেন অমিত শাহ। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৪৫
Share: Save:

আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বসে ভারতের পরিবারতান্ত্রিক সংস্কৃতি নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গাঁধী। নয়াদিল্লি থেকে এ বার তার জবাব দিলেন অমিত শাহ। পরিবারতন্ত্র ভারতের পরম্পরা নয়, ওটা কংগ্রেসের পরম্পরা, মন্তব্য অমিত শাহের। এ দিন রাজধানীতে গোটা দেশের বিজেপি নেতৃত্বকে নিয়ে এক বিরাট সভার আয়োজন করেছিলেন অমিত। সেই সভা থেকেই কংগ্রেস সহ-সভাপতিকে কটাক্ষ করেছেন বিজেপি সভাপতি। কংগ্রেসে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়েও এ দিন সরব হয়েছেন অমিত শাহ।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলেতে সম্প্রতি এক আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাহুল গাঁধী। সেখানে রাহুলকে পরিবারতন্ত্র সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়। রাহুল পরিবারতান্ত্রিক ভাবে কংগ্রেসের নেতৃত্বে আসীন হয়েছে, এই অভিযোগ সম্পর্কে তিনি কী বলবেন, জানতে চাওয়া হয় তাঁর কাছে। জবাবে কংগ্রেস সহ-সভাপতি দাবি করেন, পরিবারতন্ত্রের অভিযোগে শুধু তাঁকে বিদ্ধ করা উচিত হবে না, গোটা ভারতই পরিবারতন্ত্রের মাধ্যমেই চলে। রাজনীতিতে শুধু নয়, ভারতে শিল্প, বাণিজ্য, এমনকী ফিল্ম ইনডাস্ট্রিতেও পরিবারতন্ত্র চলে বলে রাহুল মন্তব্য করেন। শিল্প ক্ষেত্রে অম্বানীরা, বলিউডে অভিষেক বচ্চন, রাজনীতিতে অখিলেশ যাদব বা এম কে স্ট্যালিনরাও পরিবারতন্ত্রেরই উদাহরণ বলে রাহুল মন্তব্য করেন। সোমবার সেই মন্তব্যেরই জবাব দিয়েছেন অমিত শাহ।

আরও পড়ুন: ‘রাজনীতি করি না’ বলেও মোদীর রাজনীতি

রাহুল ভুল বুঝেছেন, পরিবারতন্ত্র কখনওই ভারতের পরম্পরা নয়, পরিবারতন্ত্র হল কংগ্রেসের পরম্পরা। দলীয় সভায় এ দিন এমনই বলেন অমিত শাহ। নরেন্দ্র মোদীর সরকার ভারতের ধর্মনিরপক্ষে সংস্কৃতিকে ধ্বংস করে দেশে অসহিষ্ণুতা বাড়িয়ে তুলছে বলেও বার্কলেতে মন্তব্য করেছিলেন রাহুল। অমিত শাহ এ দিন সে মন্তব্যেরও জবাব দিয়েছেন। বিদেশে গিয়ে কংগ্রেস সহ-সভাপতি যে ভাবে দেশের নিন্দা করেছেন, বিজেপি সভাপতি এ দিন তার নিন্দা করেছেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ রাজত্বে দেশের সরকারের বিরুদ্ধে যে সব কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল, সে দিকে ইঙ্গিত করে অমিত শাহ দাবি করেন, গত সাড়ে তিন বছরে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে ওই রকম অভিযোগ কেউ তুলতে পারেননি। অমিতের কথায়, ‘‘বিজেপির রেকর্ডই বিজেপির হয়ে কথা বলছে।’’

আরও পড়ুন: তৃণমূল থেকে ছ’বছরের জন্য সাসপেন্ড মুকুল

যে সভা থেকে রাহুল গাঁধীকে এ দিন কটাক্ষ করেছেন অমিত শাহ, সেটিতে বিজেপির প্রায় হাজার দুয়েক প্রতিনিধি যোগ দিয়েছিলেন। ১৩ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই সভায় যোগ দিয়েছিলেন। দলের সাংসদরা এবং বিভিন্ন রাজ্যের বিজেপি বিধায়করাও বৈঠকে যোগ দিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE