Advertisement
E-Paper

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ নির্বাচন কমিশনের

এ বার সেই ঘুষকাণ্ডের তদন্তের জন্য মুখ্যমন্ত্রী ই কে পলানীস্বামী, স্বাস্থ্য মন্ত্রী বিজয়বাসকর এবং এআইএডিএমকে (আম্মা ক্যাম্প) সহকারী সাধারণ সম্পাদক টিটিভি দিনকরণের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দিল কমিশন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৭ ২২:৪২
বিপুল অঙ্কের টাকা বিলির অভিযোগে আরকে নগরের নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় প্রথম বার মুখ পুড়েছিল পলানীস্বামীদের। এ বার আরও বাড়ল অস্বস্তি। —ফাইল চিত্র।

বিপুল অঙ্কের টাকা বিলির অভিযোগে আরকে নগরের নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় প্রথম বার মুখ পুড়েছিল পলানীস্বামীদের। এ বার আরও বাড়ল অস্বস্তি। —ফাইল চিত্র।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পলানীস্বামীর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন। আরকে নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে স্থানীয় ভোটারদের বিপুল ঘুষ দেওয়ার অভিযোগে কমিশন তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। শুধু পলানীস্বামী অবশ্য নন, তামিলনাড়ুর স্বাস্থ্য মন্ত্রী সি বিজয়বাসকর এবং এআইএডিএমকে (আম্মা ক্যাম্প) সহকারী সাধারণ সম্পাদক টিটিভি দিনকরণের বিরুদ্ধেও এফআইআর-এর নির্দেশ দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় জয়ললিতা প্রয়াত হওয়ায়, তাঁর নির্বাচনী কেন্দ্র আরকে নগর শূন্য হয়েছিল। সেই আসনে উপনির্বাচন ঘোষিত হওয়ার পর আসনটির দখল নেওয়ার জন্য এআইএডিএমকে-র দুই শিবিরেই (পলানীস্বামী শিবির এবং পনীরসেলভম শিবির) জোর তৎপরতা শুরু হয়। পলানীস্বামীদের গোষ্ঠী অর্থাৎ এআইএ়ডিএমকে (আম্মা ক্যাম্প) আরকে নগরে প্রার্থী করেছিল শশিকলার ভাইপো টিটিভি দিনকরণকে। তাঁকে জেতানোর জন্য আরকে নগরের ভোটারদের মধ্যে এআইএডিএমকে (আম্মা ক্যাম্প) বিপুল পরিমাণে টাকা বিলি শুরু করে বলে অভিযোগ ওঠে। ঘুষ দেওয়ার ভিডিও ভাইরাল হয়। এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আরকে নগর আসনের উপনির্বাচন স্থগিত করে দেয়। এ বার সেই ঘুষকাণ্ডের তদন্তের জন্য মুখ্যমন্ত্রী ই কে পলানীস্বামী, স্বাস্থ্য মন্ত্রী বিজয়বাসকর এবং এআইএডিএমকে (আম্মা ক্যাম্প) সহকারী সাধারণ সম্পাদক টিটিভি দিনকরণের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দিল কমিশন।

আরও পড়ুন:‘সবই গুজব’: রাষ্ট্রপতি পদের দৌড়ে থাকার জল্পনা নস্যাৎ করলেন সুষমা

উপনির্বাচনে দিনকরণ নিজে প্রার্থী হয়েছিলেন। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল সরাসরি উঠছে। বিজয়বাসকরের বাড়িতে তল্লাশি চালিয়ে আয়কর বিভাগ এমন কিছু নথি উদ্ধার করেছিল, যা থেকে টাকা বিলি করার প্রমাণ মিলেছিল বলে খবর। আর ভোটারদের মধ্যে টাকা বিলি যাতে নির্বিঘ্নে করা যায়, মুখ্যমন্ত্রী পলানীস্বামী নিজেই তার বন্দোবস্ত করেছিলেন বলে অভিযোগ।

E K Palanaiswami Tamil Nadu RK Nagar Chief Minister Election Commission Bribe FIR ই কে পলানীস্বামী তামিলনাড়ু আরকে নগর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy