বিহারে বিরোধী জোটের ভরাডুবির পরে কংগ্রেস অভিযোগ তুলেছে, এসআইআর-এর মাধ্যমে ‘ভোট চুরি’ করেই এনডিএ বিহারের ভোটে জিতেছে। তাদের আরও অভিযোগ, বিভিন্ন আসনে বিরোধীদের ভোটারদের নাম বাদ দিয়ে এবং ভিন্ রাজ্যের লোকেদের নাম ঢুকিয়ে বিজেপি জিতেছে। আজ কার্যত তার জবাব দিয়েই নির্বাচন কমিশন বিহারের ভোটের ফলের পরিসংখ্যান প্রকাশ করে দেখাল, বিহারের যে পাঁচটি আসনে এসআইআর-এর ফলে সব থেকে কম সংখ্যায় ‘অযোগ্য’ ভোটারের নাম বাদ গিয়েছে, তার চারটিতে বিজেপি তথা এনডিএ জিতেছে। একটি পেয়েছে কংগ্রেস। আবার যে পাঁচটি আসনে সব থেকে বেশি ‘অযোগ্য’ ভোটারের নাম কাটা গিয়েছে, সেখানেও চারটি আসন এনডিএ জিতেছে।
কংগ্রেসের কেরল নেতৃত্ব আগেই অভিযোগ তুলেছিলেন, বিহারে এনডিএ-র জেতা ২০২টি আসনের মধ্যে ১২৮টিতে এসআইআর-এ ভোটারদের নাম বাদ দিয়ে জয় এসেছে। মঙ্গলবারই কংগ্রেসের এসআইআর নিয়ে বৈঠকে আলোচনা হয়েছিল, বিহারের ১৩টি আসনে এনডিএ-র জয়ের ব্যবধানের থেকে এসআইআর-এ যে ভোটারদের নাম বাদ পড়েছে, সেই সংখ্যা অনেক বেশি। কমিশন ৩০ সেপ্টেম্বর এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে কী ভাবে তালিকায় ৩ লক্ষ নতুন ভোটার যোগ হল, তা নিয়েও প্রশ্ন তুলেছিল কংগ্রেস।
আজ কমিশন পরিসংখ্যান দিয়ে জানায়, ৩০ সেপ্টেম্বরের পরে যে পাঁচটি আসনে সব থেকে বেশি নতুন ভোটার যোগ হয়েছিল, তার চারটিতে এনডিএ জিতেছে, কংগ্রেস একটিতে। যে পাঁচটি আসনে সব থেকে কম ভোটার যোগ হয়েছে, সে সব ক’টিই বিজেপি জিতেছে।
কমিশনের পরিসংখ্যান বলছে, বিহারের যে পাঁচটি আসনে জয়ের ব্যবধান ২০০ ভোটেরও কম, তার মধ্যে সন্দেশ আসনে জেডিইউ, রামগড়ে বিএসপি, আগিআঁওকে বিজেপি জিতেছে। যে পাঁচ আসনে জয়ের ব্যবধান সব থেকে বেশি, তার পাঁচটিই এনডিএ জিতেছে। সব থেকে বেশি ভোট পড়া পাঁচ আসনের চারটিই এনডিএ জিতেছে। সব থেকে কম ভোট পড়া আসনের পাঁচটিই এনডিএ জিতেছে। মহিলা ভোট এ বারের নির্বাচনে এনডিএ-র জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে দাবি। পরিসংখ্যান বলছে, যে পাঁচ আসনে সব থেকে বেশি মহিলা ভোট পড়েছে, তার তিনটিতে জিতেছে এমআইএম। বাকি দু’টিতে এনডিএ। যে পাঁচ আসনে সব থেকে কম হারে মহিলা ভোট পড়েছে, তার পাঁচটিই বিজেপি জিতেছে। কমিশনের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আঙুল তোলার জন্য আজ ২৭২ জন বিশিষ্ট মানুষ রাহুল গান্ধীর সমালোচনা করে খোলা চিঠি লিখেছেন। তাঁদের মধ্যে প্রাক্তন বিচারপতি, আমলা রয়েছেন। একে গুরুত্ব না দিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর জবাব, অনেক প্রাক্তন বিচারপতি মোদী সরকারেরও সমালোচনা করেছেন।
আরও ১২টি রাজ্যে এসআইআর চলছে। তার মধ্যে কেরলে আগামী মাসে পুর ও পঞ্চায়েত ভোট। তাই তারা এসআইআর স্থগিত করতে চেয়ে মামলা করে। আজ তারা এই মামলার দ্রুত শুনানি চায়। সুপ্রিম কোর্ট জানায়, শুক্রবার শুনানি। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর এসআইআর মামলার শুনানি ২৬ নভেম্বর হওয়ার কথা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)