Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Anil Deshmukh

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে মামলা ইডি-র

অনিল দেশমুখ অভিযুক্ত পুলিশ আধিকারিক সচিন ভাজ ও সঞ্জয় পাতিলকে মাসে ১০০ কোটি টাকা তুলতে বলেছিলেন বলে অভিযোগ।

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৬:৫৬
Share: Save:

১০০ কোটি টাকা তোলাবাজি মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রুজু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাও করা হয়েছে। সূত্রের খবর, শীঘ্রই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি অভিযানে নামবে।

২৪ এপ্রিল সিবিআই এই মামলার প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনিল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর করেছিল। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংহ অভিযোগ করেছিলেন যে অনিল অভিযুক্ত পুলিশ আধিকারিক সচিন ভাজ ও সঞ্জয় পাতিলকে প্রতি মাসে ১০০ কোটি টাকা সংগ্রহ করতে বলেছিলেন।

এপ্রিলের প্রথম সপ্তাহে অনিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রাথমিক তদন্তের জন্য বম্বে হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছিল। পরমবীর অভিযোগ করেছিলেন, অনিল মুম্বইয়ের বিভিন্ন বার ও রেস্তোরাঁ থেকে ৪০-৫০ কোটি টাকা-সহ প্রতি মাসে ১০০ কোটি টাকা তোলার জন্য সচিনকে বলেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mumbai maharashtra NCP Anil Deshmukh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE