১২ বছরের বেশি সময় ধরে ‘স্বপ্নের বাড়ির’ জন্য অপেক্ষা করছিল ২০০-র বেশি পরিবার। এ বার তাদের মুখে হাসি ফোটার পালা। ভুক্তভোগী পরিবারগুলির প্রায় ১৭৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সুপ্রিম কোর্ট ইডির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
রাজস্থানের উদয়পুরের ‘রয়্যাল রাজবিলাস’ নামে এক ‘প্রজেক্ট’-কে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ওই ‘প্রজেক্ট’-এর ৩৫৪টি ফ্ল্যাট, ১৭টি বাণিজ্যিক স্থান এখনও অবিক্রিত। আইনি জটিলতায় থমকে গিয়েছিল এই সব সম্পতির বিক্রি। কারণ, আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত ভরত বম্ব নামে এক ব্যক্তির সঙ্গে নাম জড়ায় ওই ‘প্রজেক্ট’-এর। ব্যাঙ্ক প্রতারণা মামলায় নাম জড়ানো ভরতকে গ্রেফতারের পর থেকেই ওই ফ্ল্যাট কেনাবেচা বন্ধ হয়ে যায়। ২০১৯ সালে এই মামলায় ৫৩৫ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। সেই বাজেয়াপ্তের তালিকায় ছিল উদয়পুরের একটি বিনোদন সংস্থার সম্পত্তিও।
আরও পড়ুন:
ওই সংস্থার বিরুদ্ধে দায়ের হয় বেশ কিছু মামলা। পরবর্তীতে এমন পরিস্থিতি তৈরি হয় যে ওই সংস্থাকে দেউলিয়া ঘোষণার করার কথাও ওঠে। তবে ২০১৯ সালের এপ্রিলে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল (এনসিএলটি) ইডির বাজেয়াপ্ত আদেশ বাতিল করে। পরে মামলাটি রাজস্থান হাই কোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে পৌঁছোয়।
শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল, সব পক্ষকেই একটি ঐক্যমতে পৌঁছোতে হবে। যাঁরা ওই ‘প্রজেক্ট’-এ সম্পত্তি কিনেছিলেন, তাঁদের স্বার্থের কথা ভাবা উচিত। বিভিন্ন জায়গায় আইনি জটিলতার কারণে এখনও অনেকেই ফ্ল্যাটের চাবি হাতে পাননি। অনেকেই কষ্ট করে ওই ফ্ল্যাট কিনেছেন। অনেক টাকা আটকে আছে তাঁদের। ইডিকে এই বিষয়টিতে নজর দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের নির্দেশ মেনে তোড়জোড় শুরু হয় ইডির। তারা কথা বলে উদয়পুরের ওই সংস্থার সঙ্গে। তার পরেই মেলে সমস্যার সমাধান। ১৭৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধারের বিষয়টি শীর্ষ আদালতে জানানো হয়, ইডি তার বিবৃতি দাবি করে। ইডির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট।