রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে গাড়ির জন্য লাখ লাখ টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ উঠল মহারাষ্ট্রের পুণেতে। আর সেই অভিযোগের ভিত্তিতে প্রতারকদের বাড়ি এবং অফিস মিলিয়ে মোট ১২টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়েক লক্ষ টাকা দামের বিলাসবহুল গাড়ি কেনার জন্য নথি জাল করে পুণের একটি স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়। বিষয়টি ইডির নজরে আনা হয়। অভিযোগ পেয়ে মুম্বইয়ে ইডির আঞ্চলিক দফতর থেকে তদন্তকারীদের বেশ কয়েকটি দল ২৫ নভেম্বর থেকে অভিযানে নামে। স্টেট ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। তাঁরও বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায় ইডি।
জানা গিয়েছে, সিবিআই এবং দুর্নীতিদমন শাখা এই ঘটনায় কয়েকটি এফআইআর দায়ের করে। দুই তদন্তকারী সংস্থার পর ইডিও আলাদা ভাবে তদন্ত শুরু করে। দুর্নীতির অভিযোগ ওঠে প্রাক্তন ম্যানেজার অমর কুলকর্ণীর বিরুদ্ধে। তিনি ২০১৭-১৯ পর্যন্ত পুণের ইউনিভার্সিটি রোডের স্টেট ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। অভিযোগ, নিজের ক্ষমতা এবং পদকে কাজে লাগিয়ে বেশ কয়েক জন অবৈধ ভাবে গাড়ির জন্য ঋণ পাইয়ে দিয়েছিলেন। শুধু তা-ই নয়, ভুয়ো নথি পাশ করিয়েছিলেন তিনিই, এমনও অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে একের পর এক গাড়ির ঋণ অনুমোদন করেছেন। তদন্তে নেমে সেই প্রতারকদের হদিস পান তদন্তকারীরা। তার পরই পুণের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।