Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Edible Oil

Edible Oil: ভোজ্য তেলের দাম কমাবে সংস্থাগুলিই

কলকাতার বাজারে এ দিনও লিটার প্রতি ২১৫ টাকার আশেপাশে সর্ষের তেল বিক্রি হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ০৭:৫১
Share: Save:

দীপাবলি-ভাইফোঁটার আগে সর্ষের তেল-সহ ভোজ্য তেলের দাম কমাতে মরিয়া চেষ্টা করছিল মোদী সরকার। পাম, সোয়াবিন বা সূর্যমুখী তেলের দাম কমলেও, এত দিন সর্ষের তেলের দাম বিশেষ কমেনি। অবশেষে সরকারকে স্বস্তি দিয়ে ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থাগুলিই সর্ষের তেল-সহ ভোজ্য তেলের দাম কমানোর কথা ঘোষণা করল। তবে পাইকারি বাজারে লিটার প্রতি মাত্র ৪ থেকে ৭ টাকা দাম কমানো হবে বলে এই সংস্থাগুলি জানিয়েছে।

কলকাতার বাজারে এ দিনও লিটার প্রতি ২১৫ টাকার আশেপাশে সর্ষের তেল বিক্রি হয়েছে। দেশের অনেক জায়গায় ২৫০ টাকার কাছাকাছি দরে সর্ষের তেল বিক্রি হচ্ছে। ফলে মাত্র ৪ থেকে ৭ টাকা দাম কমলে সাধারণ মানুষের কতটা সুরাহা হবে, তা নিয়ে প্রশ্ন থাকছে।

ভোজ্য তেল সংস্থাগুলির সংগঠন— সলভেন্ট এক্সট্র্যাক্টর অ্যাসোসিয়েশন আজ জানিয়েছে, সাধারণ মানুষকে সুরাহা দিতেই তাঁরা তেলের দাম কমাচ্ছেন। এর মধ্যে আদানি উইলমার, রুচি সোয়া-র মতো প্রধান ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থা রয়েছে। জেমিনি এডিবলস, মোদী ন্যাচারালস, গোকুল রিফয়েলস, বিজয় সলভেক্স, গোকুল অ্যাগ্রো, এন কে প্রোটিনস-এর মতো সংস্থাও তেলের দাম কমাচ্ছে। অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল চতুর্বেদীর বক্তব্য, পাইকারি বাজারে প্রতি টন সর্ষের তেল এবং অন্যান্য ভোজ্য তেলে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত দাম কমানো হচ্ছে। প্রতিটি সংস্থাই এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে দাম কমাতে শুরু করেছে।

পেট্রল-ডিজ়েলের মতো ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ার জন্যও আন্তর্জাতিক বাজারের দামকেই দায়ী করেছিল কেন্দ্র। কারণ পাম, সোয়াবিন তেলের অধিকাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু সর্ষের তেলের দামের সঙ্গে আমদানির সম্পর্ক নেই। সরকারের যুক্তি ছিল, পাম-সোয়াবিনের দাম বাড়ছে বলে সর্ষের তেলের দামও বাড়ছে। চতুর্বেদীর যুক্তি, সোয়াবিন, বাদামের ফসলের ক্ষেত্রে এ বছর দেশে ভাল উৎপাদন হয়েছে। রবি মরসুমে সর্ষের তেলের চাষও খুব ভাল হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে আন্তর্জাতিক বাজারেও ভোজ্য তেলের দাম কমতে শুরু করেছে। ফলে বিয়ের মরসুমের আগে ভোজ্য তেলের দাম আরও কমবে বলে শিল্পমহলের আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Edible Oil Mustard Oil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE