ওভারটাইম করতে রাজি হননি ব্যক্তিগত বিমানের পাইলট। তাই মহারাষ্ট্রের জলগাঁও থেকে মুম্বই ফেরার পথে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্দেকে। তাঁর সঙ্গেই মুম্বই ফিরছিলেন মহারাষ্ট্রের এনডিএ সরকারের আরও দুই মন্ত্রী গিরীশ মহাজন এবং গুলাবপাও পাতিল। জলগাঁও বিমানবন্দরে আটকে পড়েন তাঁরাও।
বিভিন্ন সংবাদমাধ্যম একাধিক সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে জলগাঁও গিয়েছিলেন শিন্দে। নিজের ব্যক্তিগত বিমানেই মুম্বই থেকে জলগাঁওয়ের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে বেশ কিছু ক্ষণ পর বিমানটি রওনা দেয়। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর, দুপুর ৩টে ৪৫ মিনিটে জলগাঁও বিমানবন্দরে অবতরণ করে শিন্দের বিমান।
বিপত্তি হয় ফেরার পথে। মুম্বইয়ে ফিরতে রাত ৯টা ১৫ মিনিটে জলগাঁও বিমানবন্দরে যান শিন্দে এবং অন্য দুই মন্ত্রী। কিন্তু বিমানের পাইলট জানান, তাঁর কাজের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। ‘ওভারটাইম’ করতে হলে বিমান সংস্থার কাছে নতুন করে অনুমতি নিতে হবে বলে জানান। একই সঙ্গে শারীরিক অসুস্থতার কথাও জানান তিনি।
আরও পড়ুন:
একটি সূত্রের দাবি, শিন্দেরা প্রায় ৪৫ মিনিট ধরে ওই পাইলটের সঙ্গে আলোচনা করেন। শেষমেশ মন্ত্রীদের মুম্বই নিয়ে যেতে রাজি হন ওই পাইলট। এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয় সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে। এই প্রসঙ্গে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী গিরিশ মহাজন বলেন, “পাইলটের স্বাস্থ্য এবং সময় সংক্রান্ত একটা সমস্যা ছিল। কিছু যান্ত্রিক গোলযোগও ছিল। আমরা বিমান সংস্থার সঙ্গে কথা বলি। তার পর সংস্থাটির তরফে পাইলটের সঙ্গে কথা বলা হয়। এটা ছোট একটা বিষয়।”