Advertisement
০৪ মে ২০২৪
Maharashtra

বাড়ির সামনে মূত্রত্যাগের অভিযোগ! প্রৌঢ়াকে ব্যাট দিয়ে পিটিয়ে মারলেন দম্পতি

প্রাতর্ভ্রমণের জন্য বেরিয়ে প্রতিবেশী গোপাল এবং স্বপ্নার বাড়ির সামনে দিয়েই হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ সঙ্গীতাকে ধরে মারধর করতে শুরু করেন দু’জনে।

প্রৌঢ়া সঙ্গীতা রাজকুমার ভোসালে।

প্রৌঢ়া সঙ্গীতা রাজকুমার ভোসালে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ০৯:৪৫
Share: Save:

প্রাতর্ভ্রমণের জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন ৫৩ বছরের প্রৌঢ়া। কিন্তু বাড়ি থেকে বেরনোর পরেই প্রতিবেশীদের রোষের শিকার হলেন তিনি। বাড়ির সামনে মূত্রত্যাগের অভিযোগে প্রৌঢ়াকে ক্রিকেট ব্যাট দিয়ে মারতে শুরু করেন প্রতিবেশী দম্পতি। দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রৌঢ়া। ঘটনাটি শুক্রবার মহারাষ্ট্রের লাটুর সিটি এলাকার মিনিস্টার নগরে ঘটেছে। ওই প্রৌঢ়ার নাম সঙ্গীতা রাজকুমার ভোসালে। অভিযুক্তদের নাম গোপাল ভারতলাল দারাক এবং স্বপ্নাগোপাল দারাক।

পুলিশ সূত্রে খবর, সঙ্গীতা পেশায় স্কুলশিক্ষিকা। নিয়মমতো প্রায় প্রতি দিন প্রাতর্ভ্রমণে বার হন তিনি। শুক্রবারও তার হেরফের হয়নি। সঙ্গীতার দাবি, তাঁর বাড়ি থেকে গোপাল এবং স্বপ্নার বাড়ি মাত্র ১০০ মিটার দূরে। প্রাতর্ভ্রমণের জন্য বেরিয়ে প্রতিবেশী গোপাল এবং স্বপ্নার বাড়ির সামনে দিয়েই হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ সঙ্গীতাকে ধরে মারধর করতে শুরু করেন দু’জনে। সঙ্গীতার দাবি, গোপাল এবং স্বপ্নার বাড়ির সামনে মূত্রত্যাগের অভিযোগে তাঁকে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক মারা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদের সময় সঙ্গীতা জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সেই সময় সাহায্যের জন্য আর্তনাদ করলেও কেউ তাঁকে বাঁচাতে যাননি। পরে সঙ্গীতার ছেলে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন। গোপাল এবং স্বপ্নার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন সঙ্গীতা। পুলিশ সূত্রে খবর, গোপাল এবং স্বপ্না দু’জনেই পলাতক। তল্লাশি অভিযানে নেমে তাঁদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maharshtra Maharashtra Police FIR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE