কার্যত বিচার চেয়ে জনতার দরবারে নির্বাচন কমিশন।
বিহারে ভোটার তালিকার পরিমার্জন নিয়ে নির্বাচন কমিশন বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে। তার পাল্টা হিসেবে কমিশন পরিকল্পনা করেছে, তালিকার সার্বিক সংশোধন হওয়া উচিত কি না, মৃত ভোটারদের বাদ দেওয়া উচিত কি না, এ জাতীয় পাঁচটি প্রশ্ন জনতার সামনে রেখে তারা বুঝিয়ে দেবে, কেন পরিমার্জন জরুরি। এমন পদক্ষেপ নজিরবিহীন বলেই মনে করছেন রাজনীতিকেরা।
বিরোধীদের অভিযোগ, বিহারে আসন্ন বিধানসভা ভোটে শাসক দলকে সুবিধা করে দিতেই তালিকা সংশোধনে হাত দিয়েছে কমিশন। যেখানে গত বছরের লোকসভা নির্বাচনের ভোটার তালিকা রয়েছে, সেখানে বিহারে এখন নতুন করে তালিকা তৈরির প্রয়োজনীয়তা কী? আজ বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরা বিজেপি ও কমিশনের মধ্যে আঁতাঁতের অভিযোগ তুলে সরব হয়েছেন। রাহুল বলেন, ‘‘অমিত শাহ বলছেন, তাঁদের সরকার ৪০-৫০ বছর ধরে থাকবে। এটা কোনও ভবিষ্যদ্বাণী নয়, ভোট চুরির গুমর।’’ আর প্রিয়ঙ্কা বলেন, ‘‘লোকসভা ভোটের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, কংগ্রেস নাকি আমজনতার গরু-মহিষ, মঙ্গলসূত্র চুরি করে নেবে। অথচ, তিনি নিজেই এখন আমজনতার ভোট চুরি করে নিচ্ছেন।’’
তালিকা সংশোধন নিয়ে একাধিক বার ব্যাখ্যা দিয়েও লাভ না হওয়ায় পাঁচটি প্রশ্ন নিয়ে এ বার কমিশন যে সমীক্ষা চালাবে, তা বিহার ছাড়াও অন্যান্য ভোটমুখী রাজ্যে করার কথা ভেবে রেখেছে তারা। বিরোধীরা প্রশ্ন রেখেছিল, ভোটের মুখে সার্বিক পরিমার্জনের আদৌ দরকার আছে কি না। জনগণের কাছেও কমিশন জানতে চাইছে, ভোটের আগে ভোটার তালিকা খতিয়ে দেখা ও সেটির পরিমার্জন হওয়া উচিত কি না।
খসড়া তালিকায় বিহারে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে বলে জানিয়েছে কমিশন। তাদের বক্তব্য, ওই বাদ-যাওয়াদের তালিকায় রয়েছে মৃত, অন্যত্র স্থানান্তরিত, একাধিক ভোটার কার্ড থাকা ও ভিন্দেশিদের নাম। তাই তাদের দ্বিতীয় প্রশ্ন, মৃতদের নাম ভোটার তালিকায় থাকা উচিত কি অনুচিত? প্রায় দু’দশক পরে হওয়া তালিকা পরিমার্জন নিয়ে কমিশনের পর্যবেক্ষণ, বহু মানুষ চাকরি বা অন্য কারণে ভিন্ রাজ্যে চলে গিয়েছেন। তাই তৃতীয় প্রশ্ন— এ ক্ষেত্রে একটি রাজ্যের ভোটারদের তালিকায় কি অন্য রাজ্যে চলে যাওয়াদের নাম থাকা উচিত? এমন অনেক ভোটার রয়েছেন, যাঁদের নাম একাধিক স্থানে রয়েছে। ফলে চতুর্থ প্রশ্ন, যাঁদের নাম দু’জায়গায় রয়েছে, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন আছে না নেই? কমিশনের বক্তব্য, খসড়া তালিকা বানানোর নাম নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের বাসিন্দাদের নাম মিলেছে। তাই তাদের শেষ প্রশ্ন, বিদেশিদের কি এ দেশে ভোটাধিকার থাকা উচিত? সমীক্ষার ফলাফল সামনে এলেই ‘আমজনতার মতামত’-কে অস্ত্র করে পাল্টা প্রচারে নামতে চায় কমিশন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)