Advertisement
E-Paper

সাত রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি করল কমিশন! উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি, বাড়তি সময় নয় পশ্চিমবঙ্গকে

কাজ শেষ করার জন্য সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে। কমিশন আগেই জানিয়েছিল, অতিরিক্ত সময় লাগবে কি না। এ বার সেইমতো পদক্ষেপ করল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৩
Election Commission of India has revised the schedule for the ongoing SIR in six states

এসআইআরের কাজের জন্য আরও সময় পাবে সাত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। — ফাইল চিত্র।

১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)। তার মধ্যে সাত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের সময়সীমা আবার বৃদ্ধি করল নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ শেষ করার সময়সীমা বৃদ্ধি করেনি কমিশন। কেরলকে আগেই বাড়তি সময় দেওয়া হয়েছিল। এ বার এসআইআরের কাজ শেষ করার জন্য বাড়তি সময় পাচ্ছে তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশ। কাজ শেষ করার জন্য সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে।

বিজ্ঞপ্তি দিয়ে কমিশন প্রথমে জানিয়েছিল, ৪ ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তার পরে সেই সময়সীমা সাত দিন বৃদ্ধি করেছিল কমিশন। সেই সময়সীমা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর শেষ হচ্ছে। কমিশন আগেই জানিয়েছিল, এই কাজ শেষ করতে অতিরিক্ত সময় লাগবে কি না। এ বার সেইমতো পদক্ষেপ করল।

তামিলনাড়ু এবং গুজরাতকে ১৪ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এনুমারেশন প্রক্রিয়া। খসড়া তালিকা প্রকাশ করতে হবে ১৯ ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে এই কাজ শেষ করতে হবে ১৮ ডিসেম্বরের মধ্যে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে ২৩ ডিসেম্বর। সবচেয়ে বেশি সময় পেয়েছে উত্তরপ্রদেশ। তাদের এনুমারেশন প্রক্রিয়া শেষ করার জন্য ২৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে ৩১ ডিসেম্বর। কেরলের ক্ষেত্রে সময়সীমা আগেই বৃদ্ধি করে ১৮ ডিসেম্বর করা হয়েছিল। তাদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে ২৩ ডিসেম্বর।

পশ্চিমবঙ্গের সিইও দফতর সূত্রে খবর, এ রাজ্যে যে ভাবে এসআইআরের কাজ এগিয়েছে, তাতে অতিরিক্ত সময় লাগবে না। তারা জানিয়েছে, এসআইআরের এর মূল কাজ পশ্চিমবঙ্গে প্রায় শেষ। তা ছাড়া সামনেই বিধানসভা ভোট রয়েছে। তাই অতিরিক্ত সময় নেওয়া হবে না। কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে এ রাজ্যে। সে কারণে অতিরিক্ত সময় দেওয়া হয়নি পশ্চিমবঙ্গকে।

অন্য দিকে, উত্তরপ্রদেশ বড় রাজ্য। ভোটারের সংখ্যা বেশি থাকায় বিএলও-দের চাপ বেশি। কেরলে পঞ্চায়েত নির্বাচন চলছিল। তামিলনাড়ুতে প্রাকৃতিক দুর্যোগ চলছিল। আন্দামান ও নিকোবরে ডিজিটাইজ়েশনের কাজ চলেছে ধীর গতিতে। সে সব কারণে ওই রাজ্যগুলির তরফে অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল কমিশনের কাছে। সেই আবেদন মেনে সাত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে খবর।

গত শুক্রবার ১২ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিল কমিশন। এসআইআরের কাজ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, ওই বৈঠকেই অতিরিক্ত সময় নিয়ে কথা হয়। জানা গিয়েছে, ওই বৈঠকে কমিশন জানিয়েছে, এই ১২ রাজ্যের মধ্যে এসআইআর করতে কোনও রাজ্যের অতিরিক্ত সময় লাগলে জানাতে হবে। সেই সময় দিতে রাজি বলেও জানায় কমিশন।

গত ৪ নভেম্বর থেকে এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে গত ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে সাত দিন বাড়িয়ে দেওয়ার কথা জানায় কমিশন।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হবে ১১ ডিসেম্বরের মধ্যে। তার মধ্যে বুথ ব্যবস্থাপনাও সেরে ফেলতে হবে। ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর, মঙ্গলবার। তার পর সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ, আপত্তি কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই সময়সীমা মেনেই চলবে এসআইআর প্রক্রিয়া।

Election Commission SIR Enumeration Form
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy