আগামী ২০২৬ সালের শুরুতেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরি, কেরলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলছে। ওই পাঁচ রাজ্যের মধ্যে এসআইআর হচ্ছে না শুধু অসমে। এ বার সেখানে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার পোশাকি নাম ‘স্পেশ্যাল রিভিশন’।
কমিশন সূত্রে খবর, সাধারণত ভোটার তালিকার সংশোধনের কাজ দু’রকম ভাবে হয়। একটি বার্ষিক প্রক্রিয়া রয়েছে। আর অন্যটি হল এসআইআর। কিন্তু অসমে যেটা হবে, তা বার্ষিক সংশোধন প্রক্রিয়ার মতো ঢিলেঢালা নয়। আবার এসআইআর-এর মতো নিবিড়ও নয়। এই দুই প্রক্রিয়ার একটা মাঝামাঝি ব্যবস্থা বলা যায়। এই প্রক্রিয়াতেও এসআইআর-এর মতো বুথ লেভেল অফিসারেরা (বিএলও) ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। কিন্তু কাউকেই নতুন এনুমারেশন ফর্ম দেওয়া হবে না। বরং, বিএলও-রা যে ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন, তা আগে থেকেই পূরণ করা থাকবে। তা শুধু মিলিয়ে দেখা হবে এই প্রক্রিয়ায়।
কমিশন জানিয়েছে, গোটা প্রক্রিয়ার উদ্দেশ্য ‘অযোগ্য’ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া। যোগ্য ভোটারদের নাম যাতে তালিকা থেকে বাদ না যায়, তা দেখাও এই প্রক্রিয়ার উদ্দেশ্য। বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে দেখবেন, তালিকায় কোনও মৃত ভোটার রয়েছে কি না। কোনও ভোটার অন্যত্র চলে গিয়েছেন কি না, সেটাও দেখবেন বিএলও-রা।
আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করবেন বিএলও-রা। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ২৭ ডিসেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি। তার আগে ১ জানুয়ারি থেকে নতুন ভোটারেরা তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন।