Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Manipur

Manipur Assembly elections: ভোটগ্রহণের দিন বদলালো মণিপুরে, ২৮ ফেব্রুয়ারি প্রথম দফা, দ্বিতীয় দফা ৫ মার্চ

পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার সময় মণিপুরে প্রথম দফার ভোট ২৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফার ভোট ৫ মার্চ রাখা হয়েছিল। এ বার তা বদল করা হল।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৭
Share: Save:

মণিপুরে ভোটগ্রহণের দিন বদল হল। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় দফার ৫ মার্চ।

এর আগে পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার সময় মণিপুরে প্রথম দফার ভোট ২৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফার ভোট ৩ মার্চ রাখা হয়েছিল। এ বার তা বদল করা হল। সম্প্রতি পঞ্জাবেও ভোটের দিন ক্ষণে বদল আনা হয়েছে। সন্ত রবিদাস জয়ন্তীর কারণে ভোট পিছনোর দাবি মেনে আগামী ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ফেব্রুয়ারি ভোটের দিন স্থির হয়েছে।

মণিপুরে একই ভাবে ভোট পিছনোর দাবি উঠেছিল। ২৭ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট পড়েছিল রবিবার। ওই দিনই গির্জায় প্রার্থনার জন্য যান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। তাই নির্ঘণ্ট সংশোধনের দাবি তোলা হয়েছিল বিভিন্ন মহল থেকে।

তা নজরে রেখেই মণিপুরে প্রথম দফার ভোটগ্রহণ এক দিন পিছনোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manipur Election Commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE