Advertisement
E-Paper

কোন কোন দেশে স্টারলিঙ্ক সক্রিয়? কোথায় কত খরচ? মাস্কের সংস্থার ইন্টারনেট কত দামি হতে পারে ভারতে

২০২২ সাল থেকে ভারতে লাইসেন্সের জন্য অপেক্ষা করছিল স্টারলিঙ্ক। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের টেলিকম মন্ত্রক অবশেষে মাস্কের সংস্থাকে এ দেশে ব্যবসার জন্য প্রয়োজনীয় লাইসেন্স দিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১২:৪২
ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ককে ভারতে বাণিজ্যের লাইসেন্স দেওয়া হয়েছে।

ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ককে ভারতে বাণিজ্যের লাইসেন্স দেওয়া হয়েছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মার্কিন ধনকুবের ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিঙ্ককে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। দীর্ঘ অপেক্ষার পর ভারতে বাণিজ্য করার লাইসেন্স পেয়েছে এই সংস্থা। এখনও ভারতের বাজারে স্টারলিঙ্ক সক্রিয় নয়। তবে শীঘ্রই নতুন এই সংস্থার ইন্টারনেট ভারতের বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সারা বিশ্বে ১০০টিরও বেশি দেশে স্টারলিঙ্কের পরিষেবা চালু রয়েছে। এক এক জায়গায় তার এক এক রকম দাম।

২০২২ সাল থেকে ভারতে লাইসেন্সের জন্য অপেক্ষা করছিল স্টারলিঙ্ক। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের টেলিকম মন্ত্রক অবশেষে মাস্কের সংস্থাকে এ দেশে ব্যবসার জন্য প্রয়োজনীয় লাইসেন্স দিয়েছে। এই নিয়ে স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী তৃতীয় সংস্থা ভারতে লাইসেন্স পেল। এর আগে এই ছাড়পত্র পেয়েছে কেবল ইউটেলস্যাট ওয়ানওয়েব এবং জিয়ো। অ্যামাজ়নের কুপিয়ের এখনও লাইসেন্সের জন্য অপেক্ষা করছে। সূত্রের খবর, মাস্কের সংস্থার ইন্টারনেট ভারতের বাজারে প্রচলিত হতে আরও বছরখানেক লাগতে পারে। প্রাথমিক ভাবে এই ইন্টারনেটের গতি হতে পারে সেকেন্ডে ৬০০ থেকে ৭০০ গিগাবাইট (জিবি)।

স্টারলিঙ্ক মূলত দু’ভাবে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। এক, রোমিং পরিকল্পনা এবং দুই, আবাসিক পরিকল্পনা (রেসিডেন্সিয়াল প্ল্যান)। বাড়িতে ইন্টারনেট ব্যবহারের জন্য আবাসিক পরিকল্পনাই উপযুক্ত। স্টারলিঙ্কের পরিষেবা এখনও পর্যন্ত সবচেয়ে সস্তা জ়ামবিয়ায়, সবচেয়ে দামি আমেরিকায়।

এশিয়ার মধ্যে জাপান, মঙ্গোলিয়া, ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জর্ডন, ইয়েমেন, আজ়ারবাইজানের মতো দেশে স্টারলিঙ্ক সক্রিয়। ভারতের প্রতিবেশীদের মধ্যে ভুটান এবং বাংলাদেশে এই ইন্টারনেট পাওয়া যায়। দুই দেশেই স্টারলিঙ্কের আবাসিক পরিকল্পনার খরচ মাসে ৩০০০ থেকে ৪২০০ টাকা। এ ছাড়া মালয়েশিয়ায় ২৬০০-৪৬০০ টাকা, জাপানে ৪০০০ টাকা এবং ফিলিপিন্সে ৬০০০ টাকায় মাস্কের সংস্থার ইন্টারনেট পাওয়া যায়।

বলিভিয়া, ভেনেজ়ুয়েলা ছাড়া উত্তর এবং দক্ষিণ আমেরিকার প্রায় প্রতি দেশেই স্টারলিঙ্ক সক্রিয়। মাসিক হিসাবে নিউ ইয়র্কে এর দাম ২৫০০ থেকে ৪০০০ টাকা, কানাডায় এর দাম ৬৮০০ থেকে ৯০০০ টাকা। ইউরোপের দেশগুলিতেও স্টারলিঙ্ক রয়েছে, ব্যতিক্রম ইউক্রেন, বসনিয়া, সার্বিয়ার মতো কিছু দেশ। ব্রিটেনে স্টারলিঙ্কের ইন্টারনেটের খরচ ৮৭০০ টাকা, ইটালিতে ৩৪০০ থেকে ৫০০০ টাকা। অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড এবং আফ্রিকার কয়েকটি দেশেও এই সংস্থা ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে।

ভারতে স্টারলিঙ্কের প্রাক্তন ডিরেক্টর সঞ্জয় ভার্গব ২০২২ সালে জানিয়েছিলেন, এই পরিষেবা এ দেশে চালু হলে প্রথম এক বছরে কানেকশন প্রতি ১.৫৮ লক্ষ টাকা খরচ হতে পারে। তার পর ধীরে ধীরে খরচ কমে আসতে পারে ১.১৫ লক্ষ টাকায়।

Starlink Starlink Satellite Internet Elon Musk internet service
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy