জম্মুর কিশ্তওয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই। রবিবার সকালে কিশ্তওয়ারের সিংপোরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই অভিযানে নামে নিরাপত্তাবাহিনী।
আত্মগোপন করে থাকা জঙ্গিদের ডেরার কাছে পৌঁছোতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় বাহিনীও। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে।
সেনার একটি সূত্র মারফত জানা গিয়েছে, কিস্তওয়ারে দু’-তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে। ওই জঙ্গিরা সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-এ-মহম্মদের সদস্য বলে ওই সূত্রের দাবি।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর এসেছিল যে, সিংপোরা এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তার পরেই তড়িঘড়ি ওই এলাকায় অভিযানে নামার সিদ্ধান্ত নেওয়া হয়। জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান।