E-Paper

মেঘালয়-সহ ভারত ভ্রমণে সতর্কতা জারি

ভ্রমণ-সতর্কতায় সম্প্রতি ভারতে ধর্ষণ, হিংসা এবং সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এই দাবি করে আমেরিকার বিদেশ দফতর ভারতে বসবাসকারী আমেরিকান নাগরিক এবং কর্মীদের সতর্ক করা হয়েছে। ১৬ জুন প্রকাশ করা ওই বিবৃতিতে তাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ০৯:০১

—প্রতীকী চিত্র।

রঘুবংশী-পর্বের জেরে আমেরিকার জারি করা লেভেল ২ ভ্রমণ পরামর্শে মেঘালয় ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি হল! দেশ-বিদেশের শিল্পীদের এনে ‘চেরি ব্লজ়ম’ উৎসব পালন, ব্রায়ান অ্যাডামসের কনসার্ট ও বিদেশি পর্যটক টানতে গুহা পর্যটন, রোমাঞ্চ পর্যটনের বিভিন্ন সম্ভার তুলে ধরার পরেও এই ঘটনা রাজ্য পর্যটনে বড় ধাক্কা।

ভ্রমণ-সতর্কতায় সম্প্রতি ভারতে ধর্ষণ, হিংসা এবং সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এই দাবি করে আমেরিকার বিদেশ দফতর ভারতে বসবাসকারী আমেরিকান নাগরিক এবং কর্মীদের সতর্ক করা হয়েছে। ১৬ জুন প্রকাশ করা ওই বিবৃতিতে তাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ছাড়াও যে কোনও পর্যটনস্থলে অতিরিক্ত সতর্ক থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।

আমেরিকার বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ধর্ষণ ভারতে ক্রমবর্ধমান অপরাধগুলির মধ্যে অন্যতম। তাই আমেরিকান মহিলাদের একা একা ভারতে ভ্রমণের না করারই পরামর্শ দেওয়া হয়েছে। এ-ও জানানো হয়েছে, ভারতের বিভিন্ন পর্যটনকেন্দ্র, পরিবহণ কেন্দ্র, বাজার-শপিং মল এবং সরকারি ভবনগুলিতে জঙ্গি হামলার আশঙ্কা বেশি থাকে, ফলে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়াও মহারাষ্ট্রের পূর্বে বেশ কিছু এলাকা, উত্তর তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে বেশ কিছু এলাকায় মাওবাদীদের সক্রিয়তার কথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, এই সকল এলাকায় আমেরিকান নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানের ক্ষেত্রে সে দেশের সরকারের ক্ষমতা সীমিত। ভারতে কর্মরত আমেরিকান সরকারি কর্মীদের এই সব রাজ্যগুলির পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, মেঘালয় এবং ওড়িশাতে ভ্রমণের ক্ষেত্রেও বিশেষ অনুমোদন নিতে হবে। পহেলগামের সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ এবং সেই কারণে এলাকায় তৈরি হওয়া অস্থিরতার কারণে, সেখানে পর্যটকদের না যাওয়ার পরামর্শ দিয়েছে। যদিও পূর্ব লাদাখ ও লে-তে ভ্রমণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

travel Pahalgam Terror Attack Meghalaya Murder Case Crime Terrorism

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy