ভুয়ো তান্ত্রিকের খোঁজ মিলল রাজস্থানে! তরুণের বিরুদ্ধে ইনস্টাগ্রামে তান্ত্রিক সেজে ভূত তাড়ানোর নাম করে একাধিক ব্যক্তিকে প্রতারণার অভিযোগ উঠেছে। রাহুল নামে ২০ বছর বয়সি ওই তরুণকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ভূত তাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিয়েছিলেন ওই তরুণ।
সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন সূত্রে খবর, রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা রাহুলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ছিল ‘অঘোরীজি-রাজস্থান’। সেখানে নিজেকে তান্ত্রিক হিসাবে পরিচয় দিয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, ভূত তাড়ানো, বিবাহ, প্রেম, পরকীয়া সংক্রান্ত যে কোনও রকম সমস্যার সমাধান বাতলাতে তাঁকে যোগাযোগ করতে বলেছিলেন। অভিযোগ, ওই অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেন রাহুল। এ ভাবে গ্রাহকদের ঠকিয়ে তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকাও হাতান তিনি। সন্দেহ হওয়ায় সম্প্রতি দিল্লির চাণক্যপুরীর বাসিন্দা মনীষা জিলৌইয়া বিষয়টি পুলিশকে জানান। তখনই প্রকাশ্যে আসে আসল ঘটনা।
মনীষার দাবি, সম্প্রতি তাঁর সঙ্গে সমাজমাধ্যমে কথা হয় ‘অঘোরীজি’-র। ওই তান্ত্রিক তাঁকে বোঝান যে তাঁর বাড়িতে ভূতের আস্তানা রয়েছে। সেই ভূত তাড়ানোর জন্য বিশেষ যজ্ঞের প্রয়োজন। মনীষাকে ভয় দেখানোর জন্য ‘ভূত’-এর ছবিও পাঠান রাহুল। এর পরেই আচারানুষ্ঠানের নামে মনীষার কাছ থেকে ১,১৪,০০০ টাকা চেয়ে বসেন ওই তান্ত্রিক। অভিযোগ, টাকা পাওয়ার পর থেকেই মনীষার ফোন ধরা বন্ধ করে দেন ‘অঘোরীজি’। এর পরেই দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন মনীষা। অভিযুক্তের মোবাইল নম্বর, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের সূত্র ধরে শেষমেশ রাজস্থান থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, এ পর্যন্ত ৫০-এরও বেশি মানুষের সঙ্গে একই ভাবে প্রতারণা করেছেন ওই যুবক। অভিযুক্তের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড, তিনটি ডেবিট কার্ড এবং চেকবই বাজেয়াপ্ত করেছে পুলিশ।