Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Maharashtra

ফল, সব্জি, দুধ রাস্তায় ফেলে মহারাষ্ট্র জুড়ে কৃষক বিক্ষোভ

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীসের সঙ্গে বৈঠকে সন্তোষজনক মীমাংসাসূত্র না পাওয়ায় বৃহস্পতিবার থেকে বড়সড় প্রতিবাদে নামল মহারাষ্ট্রের কৃষকরা। কৃষিঋণ মকুব, বিনা সুদে ঋণ, পেনশন এবং স্বামীনাথন কমিশনের রিপোর্ট প্রয়োগ- এ রকম কয়েক দফা দাবিতে পাঁচ লক্ষের বেশি কৃষক রাস্তায় নেমে প্রতিবাদ, বিক্ষোভ করেন।

আওরঙ্গাবাদের কৃষক বিক্ষোভ। ছবি- পিটিআই

আওরঙ্গাবাদের কৃষক বিক্ষোভ। ছবি- পিটিআই

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ১৯:৫৩
Share: Save:

তামিলনাড়ুর পর এ বার মহারাষ্ট্র। নজিরবিহীন কৃষক প্রতিবাদ দেখা গেল মহারাষ্ট্রের বিভিন্ন জেলায়। বিক্ষোভকারী কৃষকদের হুঁশিয়ারি, মঙ্গলবার থেকে কোনও সব্জি যাবে না মুম্বই শহরে।

আরও পড়ুন- ‘ময়ূর বিচারপতি’কে নিয়ে দেশ-বিদেশে হাসির ঢেউ

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীসের সঙ্গে বৈঠকে সন্তোষজনক মীমাংসাসূত্র না পাওয়ায় বৃহস্পতিবার থেকে বড়সড় প্রতিবাদে নামল মহারাষ্ট্রের কৃষকরা। কৃষিঋণ মকুব, বিনা সুদে ঋণ, পেনশন এবং স্বামীনাথন কমিশনের রিপোর্ট প্রয়োগ- এ রকম কয়েক দফা দাবিতে পাঁচ লক্ষের বেশি কৃষক রাস্তায় নেমে প্রতিবাদ, বিক্ষোভ করেন। পুণে জেলার প্রায় ৭০০-র বেশি গ্রাম থেকে আসা কৃষকরা যোগ দেন এই বিক্ষোভে। সামনেই খরিফ চাষের সময়। দাবি না মিটলে, চাষের কাজ অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ রাখার হুঁশিয়ারিও দেয় তাঁরা।

নাসিকে কৃষক বিক্ষোভ। ছবি- পিটিআই

বৃহস্পতিবার রাত থেকেই ট্রাক, গাড়ি আটকে জাতীয় সড়ক এবং বিভিন্ন রাস্তা কার্যত বন্ধ করে দেন কৃষকরা। কোথাও আবার গাড়ি থেকে সব্জি, ফল বার করে ছড়িয়ে দেন রাস্তায়। দুধের গাড়ির ঢাকনা খুলে সমস্ত দুধ রাস্তায় উপুড় করে দেন।

কৃষকদের দীর্ঘ দিনের দাবি দাওয়ায় সরকার কোনও কর্ণপাত করছে না বলে অভিযোগ কৃষকদের। যদিও মঙ্গলবার রাতে, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন। তবে, সে আলোচনায় কোনও মীমাংসা হয়নি।

সংবাদ সংস্থার সূত্রের খবর, বিভিন্ন জেলায় কৃষকরা ফল, সব্জি, দুধ নষ্ট করে যে ভাবে প্রতিবাদ করছেন, তার উপর কড়া নজর রাখছে মহারাষ্ট্র সরকার। বিশৃঙ্খলা তৈরি হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। সম্ভাব্য হিংসা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE