প্রায় দু’মাস ধরে রাজধানীর উপকণ্ঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কিন্তু তাল কাটল রাজধানীতে ট্র্যাক্টর মিছিল করতে গিয়ে। শান্তিপূর্ণ আন্দোলন মুহূর্তের মধ্যে হিংসাত্মক আকার ধারণ করল। প্রজাতন্ত্র দিবসে রাজধানীর বুকে রক্তও ঝরল। এমন পরিস্থিতিতে বিক্ষুব্ধদের শান্ত করতে এগিয়ে আসতে হল কৃষক সংগঠনের নেতা যোগেন্দ্র যাদবকে। এত দিনের লড়াই নষ্ট হয়, এমন কোনও পদক্ষেপ না করতে অনুরোধ জানালেন তিনি।
ট্র্যাক্টর মিছিল ঘিরে এই মুহূর্তে কার্যত আগুন জ্বলছে রাজধানীতে। বিভিন্ন জায়গায় দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন আন্দোলনকারীরা। এমনকি পুলিশের দিকে ট্র্যাক্টর নিয়ে তাঁদের তেড়ে যাওয়ার ভিডিয়োও সামনে এসেছে। ব্যারিকেড ভেঙে লালকেল্লায় সংগঠনের পতাকাও ওড়ানো হয়েছে। আবার পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও সামনে এসেছে। তাতে ট্র্যাক্টর মিছিলের সপক্ষে গলা চড়াচ্ছিলেন যাঁরা, তাঁদের দিকেও আঙুল উঠতে শুরু করেছে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার আন্দোলনকারীদের শান্ত হতে অনুরোধ করেন জন কিসান আন্দোলনের নেতা যোগেন্দ্র। বিক্ষুব্ধদের উদ্দেশে তিনি বলেন, ‘‘কৃষক আন্দোলনের মর্যাদা এখন আপনাদের হাতে। এমন কিছু করবেন না, যাতে এতদিনের লড়াই বৃথা যায়। কেউ যদি উর্দিধারী পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করে থাকেন, তা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘৃণ্য আচরণ বরদাস্ত করা হবে না। কারণ ওঁদের সঙ্গে কোনও বিবাদ নেই আমাদের। বারবার সতর্ক করার পরও এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি আমি।’’