শুক্রবারই কৃষক নেতারা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনায় সরাসরি অভিযোগ তুলেছিলেন, আন্দোলনে যাঁরা নানা ভাবে সাহায্য করছেন, তাঁদের বিরুদ্ধে এনআইএ-কে কাজে লাগানো হচ্ছে। এ বার আর আন্দোলনে সাহায্যকারী নন। কেন্দ্রীয় মন্ত্রীরা যে সংগঠনের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসছেন, তার নেতাকেই তলব করল এনআইএ।
‘লোক ভালাই ইনসাফ ওয়েলফেয়ার সোসাইটি’ (এলবিআইডব্লিউএস)-র নেতা বলদেব সিংহ সিরসাকে রবিবার এনআইএ-র সদর দফতরে তলব করা হয়েছে। শুক্রবারই কৃষক সংগঠনগুলির সঙ্গে বিজ্ঞান ভবনে কেন্দ্রের নবম বৈঠকে সিরসার সংগঠনের প্রতিনিধি পূর্ণ সিংহ হাজির ছিলেন। সিরসার বিরুদ্ধে আন্দোলনের নামে দিল্লি সীমানায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে। সিরসার অবশ্য বক্তব্য, কৃষক আন্দোলন থেকে নজর ঘোরানোর জন্যই নরেন্দ্র মোদীর সরকার এমন অভিযোগ এনেছে।
কৃষক নেতাদের জন্য বাসের বন্দোবস্ত বা অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করছেন, এমন চার জন পঞ্জাবের ব্যবসায়ীকে এনআইএ আগেই তলব করেছে। শুক্রবার কৃষক নেতারা কেন্দ্রের দিকে অভিযোগ তুললে মন্ত্রীরা কোনও জবাব দিতে চাননি। এনআইএ-র অভিযোগ, আমেরিকায় ‘সন্ত্রাসবাদী’ গুরপতওয়ান্ত সিংহ পান্নুর তৈরি ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের সঙ্গে এই সব ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। সেই মামলায় নাম জড়িয়ে সিরসাকেও তলব করা হয়েছে। কৃষক নেতাদের অভিযোগ, এখনও পর্যন্ত অন্তত ১০ জনকে নোটিস পাঠিয়েছে এনআইএ। কিন্তু তাঁদের সঙ্গে ‘শিখস ফর জাস্টিস’-এর সম্পর্ক নেই। সিরসা সাফ বলছেন, “এর আগে সুপ্রিম কোর্টের মাধ্যমে আমাদের আন্দোলন বানচালের চেষ্টা করেছিল কেন্দ্র। এ বার এনআইএ-র সাহায্য নিচ্ছে তারা।”