প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘মোটাভাই’ বলে এক জন ষড়যন্ত্র করছেন বলে কটাক্ষ করলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। আজ লোকসভায় তিনি বলেন, ‘‘শাহিন বাগের প্রতিবাদকারীরা আমাদের শত্রু নন। তাঁদের শত্রু ভেবে গুলি ছুড়বেন না। যাঁরা চেঁচাচ্ছেন, আমার মনে হয় তাঁরা আসলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। যিনি বলছেন, গোলি মারো, তিনি কি প্রধানমন্ত্রীর শুভানুধ্যায়ী হতে পারেন? এই ষড়যন্ত্রের মাথায় মোটাভাই বলে এক জন আছেন।’’ কারও নাম না-করে এই আক্রমণের জবাব বিজেপির আধ ডজন মন্ত্রীর কেউই দিতে পারেনি।
কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরীও আজ কড়া ভাষায় বিজেপি সরকারের বিভাজনের রাজনীতির সমালোচনা করেন।