গোটা দেশ ফুঁসছে পাকিস্তানের বিরুদ্ধে। তোলপাড় সংসদে। সকলেই বলছেন যে কোনও মূল্যে ছাড়িয়ে আনতে হবে প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে। এরই মধ্যে আজ অন্য এক আশঙ্কার কথা তুললেন প্রাক্তন স্বরাষ্ট্রসচিব তথা বিজেপি সাংসদ আর কে সিংহ। তাঁর কথায় ‘‘পুরোটা বানানো গল্পও হতে পারে। আটক অবস্থায় পাক সেনার অত্যাচারে মারাও গিয়ে থাকতে পারেন কুলভূষণ। তাই হয়তো পাকিস্তান তাঁর মৃত্যুদণ্ডের এই গল্প বানাচ্ছে।’’ পাকিস্তান সম্পর্কে ভারতের যা অভিজ্ঞতা, তাতে এমন আশঙ্কার কথা এক কথায় উড়িয়েও দিতে পারছেন না রাজধানীর লোকজন। অতীতে ভারতের চাপের মুখে সর্বজিৎ সিংহের মৃত্যুদণ্ড স্থগিতের পরেও পাক জেলেই তাঁর মৃত্যু হয়েছিল। পাকিস্তান জানিয়েছিল, অন্য বন্দিদের সঙ্গে সংঘর্ষে!
আরও পড়ুন: আইন মেনেই বিচার, দাবি পাকিস্তানের