ড্রোনের আতঙ্কে রাত জাগছে উত্তরপ্রদেশের বহু গ্রাম। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রহস্যময় ড্রোন ধরতে গ্রামের পুরুষেরা গত কয়েক দিন ধরেই রাতপাহারায় থাকছেন। টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, রামপুর, আমরোহা, সম্ভল, মোরাদাবাদ এবং গাজ়িয়াবাদের গ্রামগুলিতে এই আতঙ্ক ছড়িয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহখানেক আগে গাজ়িয়াবাদের কুমেরা গ্রামে সন্দেহজনক একটি ড্রোন উড়তে দেখা যাওয়ার পরই আতঙ্ক ছড়ায়। সেই সময়েই ঘোষণা করা হয়, কেউ যদি কোনও ড্রোন দেখেন, সঙ্গে সঙ্গে গ্রাম প্রশাসনকে এবং পুলিশকে খবর দিন। পাশাপাশি, ওই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের পর গ্রামে গুজবও ছড়াতে শুরু করে। ফলে রহস্যময় ড্রোন নিয়ে আতঙ্কও বাড়তে শুরু করে।
মোরাদাবাদের পুলিশ সুপার জানিয়েছেন, বিভিন্ন গ্রাম থেকে রাতে রহস্যময় ড্রোন ওড়ার খবর আসছে তাঁদের কাছে। অনেকেই দাবি করছেন, লাল, সবুজ আলো আকাশে চক্কর কাটতে দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ। ফলে বিষয়টি নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বেড়েছে। খবর পাওয়ার পর পরই ওই সব এলাকায় গিয়ে নজরদারি চালানো হয়। কিন্তু সন্দেহজনক কিছু চোখে পড়েনি। তবে গ্রামগুলিতে নজরদারি জারি রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই আতঙ্কের আবহে বুধবার রাতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গুজব এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে। ধৃতদের কাছ থেকে দু’টি পায়রা উদ্ধার হয়েছে। একটি খাঁচা, লাল, সবুজ এলইডি আলোও পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, এই দুই যুবক রাতে পায়রার পায়ে এলইডি আলো বেঁধে ওড়াতেন। আর তাতেই গ্রামবাসীরা ভেবে বসেন, ড্রোন চক্কর কাটছে আকাশে। এই দলের বাকি সদস্যদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।