সবাই শূন্য পাথর ছুড়ছেন। সেই পাথর এসে পড়ছে কারও না কারও গায়ে। রক্ত ঝড়ছে।
কিন্তু, তাও বিরাম নেই উপস্থিত আমজনতার। তাঁরা উৎসাহিত। তাঁরা আরও গতি বাড়াচ্ছেন। আরও বেশি বেশি করে পাথর উড়ে আসছে একে অপরের দিকে।
এই ছবি কিন্তু কাশ্মীর উপত্যকায় বিক্ষোভের নয়। এই ছবি হিমাচল প্রদেশের ধামির। শিমলা থেকে প্রায় ৪০ কিমি দূরের এক জায়গা।