১৯৪৯ সালের ১৫ জানুয়ারিতেই ভারতীয় সেনাবাহিনী শীর্ষ পদের ব্যাটনবদল হয়েছিল। ১৯৪৮ থেকে ’৪৯ পর্যন্ত কার্যকালের মেয়াদ শেষে জেনারেল স্যর ফ্রান্সিসের বুচারের পর সেনাবাহিনীর প্রথম ভারতীয় প্রধান হন লেফটেন্যান্ট কে এম কারিআপ্পা। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস হিসেবে পালন করা হয়। একই সঙ্গে এই দিনে স্মরণ করা দেশের বীর সেনানীদের মহান কীর্তিকেও। গ্যালারির পাতায় রইল ভারতীয় সেনাবাহিনীর এমন কয়েকটি তথ্য যা অনেকেরই অজানা মনে হতে পারে।
ছবি: সংগৃহীত।
আরও পড়ুন
সোশ্যাল মিডিয়াকে এ ভাবে ব্যবহার করলে এ বার কিন্তু শাস্তি, হুঁশিয়ারি জেনারেলের