Advertisement
০৭ মে ২০২৪
National News

‘বোকা বানাতে আপনারাই বিশেষজ্ঞ’, জাভড়েকরকে পাল্টা খোঁচা কেজরীর

আপ-কে কটাক্ষ করে টুইট করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সেই খোঁচার পাল্টা সরস জবাব দিল আপ।

টুইটে লড়াই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল (বাঁ দিকে) ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। -ফাইল ছবি।

টুইটে লড়াই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল (বাঁ দিকে) ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। -ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৬:০৮
Share: Save:

খোঁচার পাল্টা খোঁচা। এক দিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ও তাঁর দল আম আদমি পার্টি (‘আপ’)। অন্য দিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। টুইটের বাগযুদ্ধে।

কেজরীওয়ালের আম আদমি পার্টিকে কটাক্ষ করে টুইট করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সেই খোঁচার পাল্টা সরস জবাব দিল আপ।

দিল্লির অন্তত ২ হাজার অবৈধ কলোনিকে বৈধতা দেওয়ার একটি আইন প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তাঁর টুইটে জানান, মোদী সরকার যেটা তিন মাসে করেছে, আপ সেটা পাঁচ বছরেও করতে পারেনি। তার পর আপ-কে কটাক্ষ করে টুইটে লেখেন, ‘‘আপনারা (আম আদমি পার্টি) সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবেন না।’’

পাল্টা জবাব দিতে দেরি করেনি কেজরীওয়ালের দল। আপ-এর তরফে পাল্টা টুইটে লেখা হয়, ‘‘একমত। এ ব্যাপারে তো আপনারাই বিশেষজ্ঞ।’’

গত মাসেই কেন্দ্র একটি বিল পাশ করে দিল্লির ১ হাজার ৭৩১টি অবৈধ কলোনির বাসিন্দাকে বসবাসের অধিকার দেওয়া হয়। রাজনৈতিক মহলের কেউ কেউ এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তাঁদের বক্তব্য, দিল্লির ৪০ থেকে ৫০ লক্ষ অনুপ্রবেশকারী, যাঁরা ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন করেছিলেন, তাঁরা এই কেন্দ্রীয় আইনে উপকৃত হবেন। দিল্লি বিধানসভার আসন্ন নির্বাচনে যা একটা বড় ফ্যাক্টরও হয়ে উঠতে পারে।

পর পর কয়েকটি টুইটে জাভড়েকর দাবি করেন, ‘‘আপ এই ইস্যু নিয়ে সংশয় তৈরির চেষ্টা করছে।’’ তিনি জানিয়ে দেন, আগামী কয়েক দিনের মধ্যে দিল্লির ওই সব অবৈধ কলোনির মানুষজন রেজিস্ট্রির চূড়ান্ত সার্টিফিকেট পেতে শুরু করবেন। এও জানান, এরই মধ্যে ফর্ম পূরণ করেছেন ৩৫ হাজারেরও বেশি মানুষ।

জাভড়েকরের আরও দাবি, আপ এই ১ হাজার ৭৩১টি কলোনির ম্যাপ তৈরির চেষ্টা করেও গত ৫ বছরে এটা করতে পারেনি। অথচ, উপগ্রহের সাহায্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এটা তিন মাসেই করে ফেলল।

গত সপ্তাহে কেজরীওয়াল বলেছিলেন, ‘‘বিজেপি নেতারা দাবি করছেন, ওই অবৈধ কলোনিগুলির জমির ১০০ জন মালিক রেজিস্ট্রেশনের কাগজপত্র পেয়ে যাবেন বিধানসভা নির্বাচনের আগে। বাকিরা তার পর পাবেন। কিন্তু এখন ওঁরা বলছেন, রেজিস্ট্রেশন শুরু হবে ছ’মাস পর।’’

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এ দিন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরীর টুইটের উল্লেখ করে লেখেন, ‘‘বিজেপির দাবি ছিল ১০ দিনের মধ্যেই রেজিস্ট্রি হয়ে যাবে।’’ উপমুখ্যমন্ত্রীর দাবি, বিজেপির মিথ্যা ধরা পড়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE