দক্ষিণ দিল্লির অন্যতম জনপ্রিয় শিল্পবাজার দিল্লিহাটে আগুন লাগল বুধবার রাতে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দিল্লির পর্যটনমন্ত্রী কপিল মিশ্রের দাবি।
দমকল দফতর জানিয়েছে, কয়েকটি দোকান পুড়ে গেলেও অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, আগুন নজরে আসার পর স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারাই শুরুতে তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের ১৩টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
পুলিশ সূত্রের খবর, পৌনে ৯টা নাগাদ প্রথম আগুন নজরে আসে। বিজেপি নেতা তথা দিল্লির মন্ত্রী কপিল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকল বিভাগ এবং প্রশাসন উপস্থিত রয়েছে। আমি দিল্লিহাটে যাচ্ছি।’’ দিল্লির এই জনপ্রিয় শিল্প ও কারুশিল্পের বাজারে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে দমকল দফতর জানিয়েছে।