আবার বিধ্বংসী আগুন মুম্বইয়ের শপিং মলে। ঠিক তিন মাসের ব্যবধানে। বুধবার সন্ধ্যায় মলাড এলাকার ওই শপিং মলে আগুন ধরে বলে পুলিশ সূত্রের খবর। আশঙ্কা করা হচ্ছে মলের ভিতরে বেশ কয়েক জন আটকে পড়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছ’টি ইঞ্জিন।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টার কিছু আগে জৈন মন্দির রোডের তিন তলা ‘একমি শপিং সেন্টার’-এ আগুন লাগার খবর আসে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দোতলায় বৈদ্যুতিক সরঞ্জামের কয়েকটি দোকানেই প্রথম আগুন লাগে। এখনও পর্যন্ত দমকল কর্মীরা ১৭ জনকে উদ্ধার করেছেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার একটি শপিং মলে আগুন লেগেছিল। সে সময় ওই মলের ভিতরে ১৪ জন আটকে পড়েন। দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে তাঁদের উদ্ধার করেছিল।