Advertisement
২০ এপ্রিল ২০২৪

শপিং মলের আদলে মাছের বাজার রাঁচিতে

এক ঝলকে বাড়িটিকে দেখে ঝা চকচকে বাতানুকূল শপিং মল বা বহুজাতিক সংস্থার দফতর ভেবে বসবেন অনেকেই।

নিজস্ব সংবাদদাতা
রাঁচি শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০৩:১১
Share: Save:

এক ঝলকে বাড়িটিকে দেখে ঝা চকচকে বাতানুকূল শপিং মল বা বহুজাতিক সংস্থার দফতর ভেবে বসবেন অনেকেই।

কিন্তু বাস্তবটা অন্য। রাঁচির ধুরুয়ার ওই বাড়িটি আদতে আধুনিক মাছের বাজার! সেটির নাম ‘হাইজেনিক ফিস মার্কেট।’ মাছের বাজারের পরিচিত ছবিই উধাও সেখানে। রাজ্যের পশুপালন ও মৎস্যমন্ত্রী রণধীর কুমার সিংহ বলছেন, ‘‘ভবন নির্মাণের কাজ শেষ। আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে। এখন চলছে দোকান বণ্টন।’’

কলকাতার মাছ বাজারের চেনা দৃশ্যপটের সঙ্গে মিল নেই ধুরুয়ার। আধুনিক ওই মাছ বাজারের প্রতিটি দোকানে থাকবে ঢাকা নর্দমা, আবর্জনা ফেলার ডাস্টবিন, হাত ধোয়ার বেসিন। দোকানে থাকবে এলইডি আলো। শপিং মলের আদলে প্রবেশপথে থাকবে গোটা মাছ বাজারের ‘ফ্লোর প্ল্যান’। মৎস্যমন্ত্রী জানান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য বাজারের প্রথম তলে থাকবে এটিএম কাউন্টার-সহ ব্যাঙ্ক ও মেডিক্যাল রুম। দ্বিতীয় তলে থাকবে মাছ বিক্রেতাদের জন্য ক্যান্টিন, বিশ্রামকক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ranchi Fish market randhir Kumar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE