এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন একই পরিবারের ছয় জন সদস্য। সোমবার ভোরে মুম্বই-গোয়া জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে নদীতে পড়ে যায় গাড়ি। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ জন। আহত হয়ে হাসপাতালে ভর্তি গাড়ির চালক এবং এক সওয়ার।
পুলিশ জানিয়েছে, মৃতদের বাড়ি মুম্বইয়ের মীরা রোডে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁরা। রত্নাগিরির দেবরুখের উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। সোমবার ভোর ৫টা নাগাদ জাতীয় সড়কের উপরে সেতুর রেলিং ভেঙে গাড়িটি প্রায় ১৫০ ফুট নীচে নদীখাতে পড়ে যায়। অভিযোগ, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই কাণ্ড ঘটে।
গাড়িটি নদীতে পড়লে শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরা খবর দেন থানায়। পুলিশ এসে ক্রেন দিয়ে নদী থেকে গাড়ি তোলে। তার পরে গাড়িটি যাত্রীদের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পাঁচ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। চালক এবং অন্য এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। রত্নগিরির পুলিশ সুপার ধনঞ্জয় কুলকার্নি জানান, এফআইআর দায়ের হয়েছে। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চালক দুর্ঘটনার সময় ঘুমিয়ে পড়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।