Advertisement
০৯ অক্টোবর ২০২৪
House Collapse

ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমের মধ্যেই মৃত্যু একই পরিবারের পাঁচ জনের

আলমবাগ থানার আধিকারিক শিবশঙ্কর মহাদেবন জানান, সতীশ চন্দ্র (৪০) এবং তাঁর পরিবারের সকলে ঘুমিয়ে ছিলেন। তখনই ভেঙে পড়ে ওই বাড়িটির ছাদের একাংশ।

image of collapsed house

লখনউয়ের এই বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু পাঁচ জনের। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
লখনউ শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৪
Share: Save:

বাড়ির একাংশ ভেঙে চাপা পড়লেন একই পরিবারের পাঁচ সদস্য। মৃত্যু হয়েছে পাঁচ জনেরই। লখনউয়ের ঘটনা। শনিবার সকালে আনন্দনগর রেল কলোনি এলাকায় এই ঘটনা হয়েছে।

আলমবাগ থানার আধিকারিক শিবশঙ্কর মহাদেবন জানান, সতীশ চন্দ্র (৪০) এবং তাঁর পরিবারের সকলে ঘুমিয়ে ছিলেন। তখনই ভেঙে পড়ে ওই বাড়িটির ছাদের একাংশ। সকাল ৮টা নাগাদ থানায় খবর দেন স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন সতীশের স্ত্রী সরোজিনী দেবী (৩৫), তাঁদের তিন সন্তান হর্ষিত (১৩), হর্ষিতা (১০), অংশ (৫)। পাঁচ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

House Collapse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE