ভারতীয় নাগরিকদের চিন সফরে বা অন্য কোনও দেশে যাওয়ার পথে চিনের বিমানবন্দরে নামার ক্ষেত্রে চূড়ান্ত সতর্ক থাকার পরামর্শ দিল বিদেশ মন্ত্রক।
সম্প্রতি অরুণাচল প্রদেশের এক বাসিন্দাকে শাংহাই বিমানবন্দরে আটক করে হেনস্থার অভিযোগ ওঠার পর সোমবার এই ঘোষণা করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্ররণধীর জায়সওয়াল।
আজ রণধীর বলেছেন, ‘‘ভারতীয় নাগরিকদের চিনে সফরের সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আমরাআশা করব, চিনা কর্তৃপক্ষ এই নিশ্চয়তা দেবেন যে, সে দেশের বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী ভারতীয় নাগরিকদের বেছে বেছে লক্ষ্যবস্তু করা হবে না, নির্বিচারে আটক বা হয়রানি করা হবে না। একই সঙ্গে চিন আন্তর্জাতিক বিমান ভ্রমণ নিয়ন্ত্রণকারী নিয়মগুলোর প্রতি যথাযথ শ্রদ্ধাশীল থাকবে।” এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, “আমরা বার বার বলেছি, অরুণাচল প্রদেশ ভারতের গুরুত্বপূর্ণ অংশ এবং তা-ই থাকবে। আমরা কোনও ধরনের হস্তক্ষেপ চাই না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)