E-Paper

মিস্রীর বৈঠক, নতুন বিতর্ক হলফনামায়

এই আবহে নতুন বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্প যে শুল্ক বসিয়েছেন, তার বিরুদ্ধে আমেরিকার কিছু ছোট ব্যবসায়ী সংস্থা নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ০৯:১৫
বিদেশসচিব বিক্রম মিস্রী।

বিদেশসচিব বিক্রম মিস্রী।

এক পক্ষকালেরও বেশি হতে চলল, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে ভারত-পাকিস্তান মধ্যস্থতার দাবি করে চলেছেন। বিষয়টিকে ঘিরে অস্বস্তি গভীর হয়েছে সাউথ ব্লকে। পহেলগামের নাশকতাকে এড়িয়ে গিয়ে ট্রাম্প কার্যত প্রশংসাই করেছেন পাকিস্তানের, সংঘর্ষবিরতিতে রাজি হওয়ার জন্য। এই পরিস্থিতিতে আমেরিকা গিয়ে কৌশলগত ও বাণিজ্যসম্পর্ক বিভিন্ন স্তরে ঝালিয়ে নিচ্ছেন বিদেশসচিব বিক্রম মিস্রী। কূটনৈতিক শিবিরের মতে, ট্রাম্প-সর্বস্বতাকে পাশ কাটিয়ে আমেরিকার বিভিন্ন কর্তার সঙ্গে ধারাবাহিক দৌত্য জোরদার করতে চাইছে সাউথ ব্লক।

এই আবহে নতুন বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্প যে শুল্ক বসিয়েছেন, তার বিরুদ্ধে আমেরিকার কিছু ছোট ব্যবসায়ী সংস্থা নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছেন। সেখানে এই শুল্কের পক্ষে সওয়াল করে আমেরিকার বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক একটি হলফনামা দেন। তাতে বলা হয়েছে, ট্রাম্প এই শুল্ককে কাজে লাগিয়েই নয়াদিল্লি ও ইসলামাবাদের বিরুদ্ধে সংঘাত বিরতি করিয়েছেন। আজ জয়রাম রমেশের নেতৃত্বে কংগ্রেস প্রশ্ন তুলেছে যে প্রধানমন্ত্রী দেশকে জানান, গত ২৩মে আদালতকে দেওয়া এই হলফনামা সত্যি কি না। কারণ, লুটনিক যা বলছেন তা আগেই প্রেসিডেন্ট ট্রাম্প আট বার বলে ফেলেছেন। প্রধানমন্ত্রী এই নিয়ে নীরবতা ভঙ্গ করুন।

আজ আমেরিকার বাণিজ্য দফতরের আন্ডার সেক্রেটারি জেফ্রি কেসলারের সঙ্গে বৈঠক করেছেন মিস্রী। উদীয়মান প্রযুক্তিতে দুই দেশের সহযোগিতা কী ভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। কৌশলগত বাণিজ্য সংলাপ যেন দ্রুত শুরু করা যায়, সে বিষয়েও মত বিনিময় হয়েছে। বৈঠকে অংশীদারিমূলক প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবনী গবেষণা ও রফতানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

India Pakistan Clash Pahalgam Terror Attack

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy