Advertisement
E-Paper

প্রাক্তন সেনাকর্তাকে সরাল কেন্দ্র, লাদাখের উপরাজ্যপাল পদে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

জাতীয় নিরাপত্তার দিক থেকে ‘স্পর্শকাতর অঞ্চল’ হিসেবে চিহ্নিত পাকিস্তান ও চিনের সীমান্তবর্তী লাদাখের উপরাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কবীন্দ্র গুপ্তকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:০১
Former BJP leader Kavinder Gupta appointed new Lieutenant Governor of Ladakh

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কবীন্দ্র গুপ্ত। —ফাইল চিত্র।

ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বলদত্ত মিশ্রকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) পদ থেকে সরিয়ে দিল কেন্দ্র। জাতীয় নিরাপত্তার দিক থেকে ‘স্পর্শকাতর অঞ্চল’ হিসেবে চিহ্নিত পাকিস্তান ও চিনের সীমান্তবর্তী অঞ্চলের উপরাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কবীন্দ্র গুপ্তকে।

ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) মিশ্রের পরিচিতি ভারতীয় সেনার এক জন প্রাক্তন অভিজ্ঞ আধিকারিক হিসেবে। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ওই অবসরপ্রাপ্ত সেনাকর্তা পরবর্তী সময়ে উত্তর-পূর্ব ভারত, জম্মু ও কাশ্মীর এবং শ্রীলঙ্কার জাফনায় জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন। সোমবার রাষ্ট্রপতি ভবনের তরফের প্রকাশিত বিজ্ঞপ্তি জানাচ্ছে, লাদাখের উপরাজ্যপালের পাশাপাশি হরিয়ানা এবং গোয়ায় রাজ্যপাল পদেও বদল হয়েছে।

পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি অসীমকুমার ঘোষ হরিয়ানার পরবর্তী রাজ্যপাল হচ্ছেন। তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজু হচ্ছেন হরিয়ানার প্রাক্তন গভর্নর।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দফতর জানিয়েছে, লাদাখ, হরিয়ানা এবং গোয়ার সাংবিধানিক প্রধানেরা যে তারিখ থেকে দায়িত্ব গ্রহণ করবেন, সে দিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকর হবে।

Kavinder Gupta Lieutenant Governor Ladakh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy