Advertisement
E-Paper

দু’দিনে ৪ বিচারপতি নিয়োগ সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনে আদালতের চার বিচারপতির নিয়োগে এটুকুই সময় নিল আইন মন্ত্রক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০১:৫৩
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ফাইল চিত্র।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ফাইল চিত্র।

কাজ হল মাত্র ৪৮ ঘণ্টায়!

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনে আদালতের চার বিচারপতির নিয়োগে এটুকুই সময় নিল আইন মন্ত্রক। আজ ওই চার জন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরে খোদ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্বীকার করলেন, এমন ‘ঐতিহাসিক গতি’ দেখে তিনিও বিস্মিত!

কিন্তু একই সঙ্গে আজ তিনি জানিয়েছেন, হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কলেজিয়ামের যে সব সুপারিশ সরকারের ঘরে ফাইলবন্দি হয়ে রয়েছে, সেগুলি তিনি খতিয়ে দেখবেন। একটি অসরকারি সংস্থা জনস্বার্থ মামলা করে দাবি তুলেছিল, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের দ্বিতীয় বার সুপারিশের পরেও সরকার যে সব নাম আটকে রেখেছে, তাঁদের বিচারপতি হিসেবে নিয়োগের নির্দেশ দিন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আইনজীবী দুষ্মন্ত দাভেকে পাল্টা প্রশ্ন করেন, এমন কত জনের নাম আটকে রয়েছে বলে আপনার ধারণা? দাভে উত্তর দেন, ১৩ জন। প্রধান বিচারপতি গগৈ বলেন, সংখ্যাটি তিন গুণ! প্রশাসনিক দিক থেকে তিনি সক্রিয় হবেন।

বিচারপতি হেমন্ত গুপ্ত, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি অজয় রাস্তোগি আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ নিয়ে বিচারপতিদের কলেজিয়াম সুপারিশ করবে, তার পরে আইন মন্ত্রক দীর্ঘ দিন তা নিয়ে ভাবনাচিন্তা করবে, কিছু ক্ষেত্রে ফের কলেজিয়ামের কাছে নাম ফেরত পাঠাবে, এমনটাই চলে আসছে ‘রীতি’ হিসেবে। উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারপতি কে এম জোসেফকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা নিয়ে বিচারবিভাগের সঙ্গে মোদী সরকারের টানাপড়েনের স্মৃতি এখনও টাটকা। কিন্তু এই চার জনের ক্ষেত্রে ৪৮ ঘণ্টাতেই ছাড়পত্র দিয়েছে মন্ত্রক।

৩১টি পদের মধ্যে এখন মাত্র ৩টি খালি। আজ প্রধান বিচারপতি জানান, ১২ নভেম্বর থেকে থেকে ১৪টি বেঞ্চ বসবে। রায়ের হিন্দি ও পরে অন্যান্য ভাষায় তর্জমার ব্যবস্থা চালু করবেন তিনি। বড় রায়ের ক্ষেত্রে এক পৃষ্ঠার সারাংশ লেখার নিয়মও চালু করবেন।

Supreme Court Collegium Justice Appointment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy