ওষুধ তৈরির কারখানায় আগুনে পুড়ে মৃত্যু হল চার জনের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে। শহরের মজিতা রোড এলাকায় একটি ওষুধ তৈরির কারখানায় আগুন লাগে।
কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কারখানায় অতিরিক্ত পরিমাণে রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় কারখানায় কাজ চলছিল। ফলে আগুন লাগার কারণে কয়েক জন শ্রমিক কারখানার মধ্যেই আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। কয়েক জন শ্রমিককে উদ্ধার করা হলেও চার জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
গত ২৪ ঘণ্টায় দেশের আরও এক শহরে অগ্নিকাণ্ডে প্রাণহানি হয়েছে। শুক্রবার ভোরে মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় একটি বহুতলে আগুন লাগে। এই ঘটনায় কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৪০ জনেরও বেশি আবাসিক। শুক্রবার ভোর ৩টে ৫ মিনিটে বহুতলে আগুন লাগে। সকাল ৬টায় দমকল বাহিনীর চেষ্টায় ওই বহুতলে আগুন নিয়ন্ত্রণে আসে।