এক কিশোরীকে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল চার ছাত্রের বিরুদ্ধে। ধৃতেরা অষ্টম এবং দশম শ্রেণির পড়ুয়া। ধর্ষণের অভিযোগে চার ছাত্রকেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি বিহারের পটনার।
পুলিশ সূত্রে খবর, কিশোরীর সঙ্গে এক অভিযুক্তের ইনস্টাগ্রামে পরিচয় হয়। সেই অভিযুক্তের সূত্র ধরে আরও তিন অভিযুক্ত ছাত্রের সঙ্গে আলাপ হয় কিশোরীর। তাদের মধ্যে নিয়মিত কথোপকথন চলত। এ ভাবে ধীরে ধীরে চার জনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কিশোরীর। তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাসখানেক আগে এক অভিযুক্তের বাড়িতে গিয়েছিল কিশোরী।
অভিযোগ, বাকি ছাত্রদের সঙ্গে দেখা করার কথা ছিল কিশোরীর। সকলে নিলে হোটেলে দেখা করার পরিকল্পনা করেন। চার ছাত্র এবং কিশোরী একটি হোটেলে যায়। অভিযোগ, সেখানে ওই চার জন মিলে তাকে ধর্ষণ করে। কিশোরী বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। তার পরই চার ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। নির্যাতিতা পুলিশের কাছে দাবি করেছে, তিন ছাত্র তাকে কোতওয়ালি এলাকার একটি হোটেলে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।