কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বিবাদের জেরে তিন জুনিয়রকে অপহরণ এবং পরে মারধরের অভিযোগ ওঠে সিনিয়রদের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে শোরগোল পড়তেই পদক্ষেপ করলেন কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত চার পড়ুয়াকে সাসপেন্ড করলেন তাঁরা। ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগর সরকারি মেডিক্যাল কলেজে।
পুলিশ সূত্রে খবর, অপহরণের শিকার তিন ডাক্তারি পড়ুয়া তদন্তকারীদের জানান, কলেজে ২০১৯ সালের ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই পড়ুয়াদের মধ্যে কোনও এক বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। দুই দলে ভাগ হয়ে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। তবে তখনকার মতো পরিস্থিতি শান্ত হলেও চার জন সিনিয়র ডাক্তারি পড়ুয়া রাগ পুষে রেখেছিলেন। গত শুক্রবার তিন জন জুনিয়রকে একটি জায়গায় ডেকে পাঠান তাঁরা। তার পর জোর করে একটি গাড়িতে তোলা হয়। গাড়ির মধ্যেই জুনিয়রদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিযুক্তেরা। এমনকি, মারধরও করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
যদিও সিনিয়রদের হুমকিতে দমেননি অপহৃত তিন পড়ুয়া। মুক্তি পাওয়ার পরেই তাঁরা পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তাঁদের অভিযোগ পাওয়ার পরেই কলেজের ‘অ্যান্টি র্যাগিং’ কমিটি ঘটনার তদন্ত করে। তার পরই অভিযুক্ত চার জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। ঘটনাটি নিয়ে কলেজের ডিন চিকিৎসক সুশীলকুমার ঝা জানান, ১১ সদস্যের সমন্বয়ে গঠিত ‘অ্যান্টি র্যাগিং’ কমিটি বিষয়টি পর্যালোচনা করে দেখেছে। সব পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি ‘র্যাগিং’-এর ঘটনা হিসাবে বিবেচিত হয়। প্রাথমিক ভাবে অভিযুক্তদের সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আর কী কী পদক্ষেপ করা যায় তা বিবেচনা করা হবে।