বিপুল অস্ত্র এবং বিস্ফোরক-সহ হরিয়ানার কারনালের একটি টোলপ্লাজা থেকে গ্রেফতার হল চার সন্দেহভাজন খলিস্তানি জঙ্গি। ধৃতেরা হল গুরপ্রীত, আমনদীপ, পারমিন্দর এবং ভূপিন্দর।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর চারটের সময় কারনালের বাসতারা টোলপ্লাজা থেকে গ্রেফতার করা হয়েছে চার জঙ্গিকে। তারা মহারাষ্ট্রের নান্দের এবং তেলঙ্গানার আদিলাবাদে বিস্ফোরক সরবরাহ করতে যাচ্ছিল।
ধৃতদের মধ্যে গুরপ্রীত এর আগেও বেশ কয়েক বার জেল খেটেছে। জেলে থাকাকালীন রাজবীর নামে এক আসামির সঙ্গে যোগাযোগ হয় তার। পুলিশ জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে রাজবীরের। গুরপ্রীতরা হরবিন্দর সিংহ নামে এক জঙ্গির কাছ থেকে অস্ত্র এবং বিস্ফোরক নিত। তার পর সেগুলি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করত।