এক বোনের বিয়ে হয়েছে। বাকি চার বোন অনূঢ়া। অনেক চেষ্টাচরিত্র করেও তাঁদের পাত্র জুটছিল না। বিয়ের জন্য মরিয়া চার যুবতী যজ্ঞ করলেন ‘গুরুজি’কে ডেকে। তার পর তাঁর নির্দেশে ১৬ দিনের বোনপোকে পায়ে পিষে মারলেন চার মাসি! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের জোধপুরে।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভয়ঙ্কর ভিডিয়ো ছড়িয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, কোলে নিথর এক শিশুর দেহ নিয়ে বসে রয়েছেন এক মহিলা। ওই মহিলাকে ঘিরে রয়েছেন আরও তিন জন মহিলা। সকলেই চোখ বন্ধ করে জপ করছেন। শনিবার পুলিশ জানিয়েছে, যে চার মহিলা জপ করছিলেন, তাঁরা সহোদরা। কোলের শিশুটি তাঁদের বোনপো। তার বয়স ছিল মাত্র ১৬ দিন। দুধের শিশুটিকে পায়ে পিষে মেরে ফেলার অভিযোগে ওই চার মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যাচ্ছে, চার মহিলার বিয়ে হয়নি বলে বাড়িতে যজ্ঞের আয়োজন করা হয়েছিল। লোকদেবতা ‘ভেরু’র উপাসনা করছিলেন তাঁরা। বোনপোকে খুন করলে তাঁদের বিয়ের রাস্তা খুলবে, এই বিশ্বাসে দুধের শিশুটিকে পায়ে পিষে মেরে ফেলেন চার জন। মৃত শিশুটির বাবার কথায়, ‘‘আমার ছেলের বয়স মাত্র ১৬ দিন হয়েছিল। তাকে আমার চার শ্যালিকা হত্যা করেছে।’’ তিনি আরও বলেন, ‘‘ওদের বিশ্বাস, আমাদের সন্তানকে মেরে ফেললে ওদের বিয়ের সম্বন্ধ আসবে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’ পুত্রহারা বাবা জানান, ঘটনার প্রমাণ ওই ভিডিয়ো। আইনের পথ থেকে পালানোর রাস্তা নেই অভিযুক্তদের। তাঁদের যেন ফাঁসি হয়।
আরও পড়ুন:
জোধপুর পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত চার জনকে আদালতে হাজির করানো হবে। এই ঘটনার পিছনে আরও কেউ আছেন কি না, দেখা হচ্ছে।